Bombay High Court: ঘুঁচল না ‘প্রতারক’ তকমা! আদালতে বড় ‘ধাক্কা’ খেলেন অম্বানি
Anil Ambani in Bombay High Court: এমনকি, ইডির তরফে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে বলেও খবর। আর কম-কে গত জুন মাসেই আবার 'প্রতারক' বলে ঘোষণা করেছে এসবিআই। রিজার্ভ ব্যাঙ্কের নীতি মেনেই সেই কাজ করেছে তারা।

নয়াদিল্লি: হাইকোর্টে ‘ধাক্কা’ খেলেন অনিল অম্বানি। শুক্রবার শিল্পপতির সংস্থার তরফে দায়ের করা আবেদন খারিজ করে দিল বম্বে উচ্চ আদালত। সম্প্রতি অনিল অম্বানির সংস্থা রিলায়্য়ান্স কমিউনিকেশন বা আর কম-কে ‘প্রতারক’ বলে দাগিয়েছে দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI। সময় মতো ঋণ পরিশোধ করতে না পারায় এই তকমা দিয়েছে তারা। যাতে আপত্তি অম্বানির। আর সেই ‘তকমা’ নিজেদের উপর থেকে সরাতেই শিল্পপতি দ্বারস্থ হন হাইকোর্টে।
শুক্রবার বম্বে হাইকোর্টের বিচারপতি রেভাতি মোহিতে-দেরে এবং বিচারপতি নীলা গোখালের ডিভিশন বেঞ্চে গৃহীত হয় অনীল-আর্জি। শুরু হয় শুনানি। কিন্তু আবেদনের কোনও ‘ভিত্তি নেই’ বলেই সেটিকে খারিজ করে দেয় আদালত। এদিন সংস্থার এক মুখপাত্র বলেন, ‘মামলার অর্ডার কপি আমরা এখনও পাইনি। আশা করছি, খুব শীঘ্রই পেয়ে যাব। তারপর সেই ভিত্তিতে না হয় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব।’
সম্প্রতি ব্যাঙ্ক জালিয়াতি মামলা রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানির বিরুদ্ধে আসরে নেমেছে সিবিআইও। দায়ের হয়েছে মামলা। এমনকি, ইডির তরফে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে বলেও খবর। আর কম-কে গত জুন মাসেই আবার ‘প্রতারক’ বলে ঘোষণা করেছে এসবিআই। রিজার্ভ ব্যাঙ্কের নীতি মেনেই সেই কাজ করেছে তারা।
তবে এসবিআইয়ের এই পদক্ষেপ যে প্রথমবার এমন নয়। এর আগে ২০২০ সালেই অনিল অম্বানির বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এর ঠিক এক বছর পর অর্থাৎ ২০২১ সালে সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেছিল এসবিআই কর্তৃপক্ষ। কিন্তু সেই বার দিল্লি হাইকোর্টে মামলা উঠতেই ওই ‘প্রতারক’ তকমা সরিয়ে নিতে হয়েছিল স্টেট ব্যাঙ্ককে। তবে এবার আর সেই ঘটনা ঘটল না।
