Wedding Fight: রসগোল্লা নিয়ে বিবাদ! বিয়েবাড়ির মারামারিতে মৃত ১, আহত অনেক
Uttar Pradesh: উত্তর প্রদেশের এতমাদপুরের এক ব্যাঙ্কোয়েট হলে ওই ভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে রসগোল্লা নিয়ে বিবাদের সূত্রপাত হয়।
আগ্রা: বিয়ে বাড়িতে চলছে ভোজ। ভোজের পাতে রসগোল্লা পড়েনি। এই অভিযোগ ঘিরে উত্তাল হল বিয়ে বাড়ি। বর ও কনে পক্ষ জড়ালেন হাতাহাতিতে। সেই হাতাহাতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, যার জেরে পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে যায় বিয়ে বাড়ি। বরপক্ষ এবং কনেপক্ষ একে অপরের দিকে খাবারের প্লেট, চেয়ার এবং যা ভারী বস্তু পেয়েছেন, তা ছুড়েছেন। এর পাশাপাশি ধারালো জিনিস দিয়েও আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ। এর জেরে দুপক্ষেরই বেশ কয়েক জন আহত হয়েছেন। এক জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের আগ্রা জেলায়। এই ঘটনার ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
উত্তর প্রদেশের এতমাদপুরের এক ব্যাঙ্কোয়েট হলে ওই ভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে রসগোল্লা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। এর পরই শুরু হয়ে যায় মারপিট। ঘটনা নিয়ে এতমাদপুর থানার স্টেশন হাউস অফিসার সরবেশ কুমার বৃহস্পতিবার বলেছেন, “উসমান আহমেদের দুই মেয়ের সঙ্গে ওয়াকার আহমেদের দুই ছেলের বিয়ে হয়েছে। তাঁদের বিয়ের ভোজের সময়ই রসগোল্লা দেওয়া হয়নি বলে মারামারিতে জড়িয়ে পড়েন দুই পক্ষ। দুপক্ষের কমবয়সিরা তুমুল মারামারি করেন। চেয়ার, প্লেট একে অপরের দিকে ছুড়তে থাকেন। চামচ, ধারালো বস্তু দিয়ে একে অপরকে আক্রমণও করেছেন।” এর জেরে বেশ কয়েক জন আহত হয়েছেন। সান্নি নামের এক যুবক ধারারো বস্তুর আঘাতে গুরুতর আহত হয়েছিলেন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বিয়েবাড়ির এখ ডজনেরও বেশি অতিথি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনা নিয়ে ওই পুলিশ অফিসার আরও বলেছেন, “ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মৃতের কাকার অভিযোগের দায়ের করেছেন। মৃতের বাড়ি খান্ডুলিতে। ঘটনায় জড়িত বেশ কয়েক জনকে আটক করা হয়েছে।” তিনি আরও জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।