House Bulldoze: বিধায়ক খুনের সাক্ষীকে খুন! অভিযুক্ত ডন ঘনিষ্ঠের বাড়ি গুঁড়িয়ে দিল পুলিশ

Prayagraj: আতিক আহমেদের ঘনিষ্ট জাফর আহমেদ। প্রয়াগরাজে তাঁর বাড়িই ভেঙেছে পুলিশ। বুধবার সকালেই জাফরের বাড়ির সামনে পৌঁছে যায় বুলডোজার।

House Bulldoze: বিধায়ক খুনের সাক্ষীকে খুন! অভিযুক্ত ডন ঘনিষ্ঠের বাড়ি গুঁড়িয়ে দিল পুলিশ
ভাঙা হচ্ছে বাড়ি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 3:56 PM

প্রয়াগরাজ: উত্তর প্রদেশের বিএসপি বিধায়ক রাজু পাল খুনের প্রধান সাক্ষী ছিলেন উমেশ পাল। দিন কয়েক আগে প্রয়াগরাজে নিজের বাড়ির সামনে প্রকাশ্য দিবালোকে খুন হন আইনজীবী উমেশ। তাঁর দুই দেহরক্ষীও আহত হয়েছিলেন। রাজু পাল খুনে অভিযুক্ত বাহুবলী আতিক আহমেদ সেই খুনের পিছনে রয়েছে বলে দাবি পুলিশের। জেলে বসেই খুনের ছক কষেন বলে পুলিশ সূত্রে খবর। আতিকের ঘনিষ্ঠ অনুগামীরা উমেশকে খুন করেছেন বলে অভিযোগ। এই অনুগামীরা গত কয়েক দিন ধরেই নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ। আতিকের পলাতক এক অনুগামীর বাড়ি ভেঙে দিল উত্তর প্রদেশ প্রশাসন। এই বাড়ি আতিকের আত্মীয়েরও। যার বাড়ি ভাঙা হয়েছে খুনের পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এই খুন করার জন্য আতিক তাঁর ঘনিষ্ঠ ৪-৫ জনকে পাঠিয়েছিলেন বলে অভিযোগ।

আতিক আহমেদের ঘনিষ্ট জাফর আহমেদ। প্রয়াগরাজে তাঁর বাড়িই ভেঙেছে পুলিশ। বুধবার সকালেই জাফরের বাড়ির সামনে পৌঁছে যায় বুলডোজার। তার পর বুলডোজার ভেঙে দেয় বাড়ির একাংশকে। সে ভিডিয়ো টুইট করেছে সংবাদ সংস্থা এএনআই। এর পাশাপাশি আতিক আহমেদের বাড়িতেও অভিযান চালায় পুলিশ। সে সময় আতিকের স্ত্রী এবং ছেলে বাড়িতে ছিল। তাঁর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। আতিকের লখনউয়ের একটি বাড়িতে রেড করে পুলিশ দুটি বহুমূল্য গাড়ি বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।

বিএসপি বিধায়ক রাজু খুনের সাক্ষী খুনের পরই মাফিয়ারাজ শেষ করার হুঙ্কার উত্তর প্রদেশের বিধানসভা থেকে দিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিধায়ক খুনের অভিযোগে এফআইআর থাকলেও অভিযুক্ত ডন আতিক আহমেদকে সাংসদ বানানোর জন্য সমাজবাদী পার্টির তুমুল সমালোচনা করেন আদিত্যনাথ। বলেন, “খুনে অভিযুক্ত ডনকে সমাজবাদী পার্টি সাংসদ বানিয়েছিল। দুষ্কৃতীদের মালা কারা পরিয়েছিল?” মাফিয়ারাজকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। তবে আপরাধীদের বাড়ি ভেঙে ফেলার বিষয়টি নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে আদিত্যনাথ সরকারের। বেছে বেছে অপরাধীদের উপর এই দাওযাই যোগী সরকার প্রয়োগ করে বলে অভিযোগ।