Crime News: তিন তলা থেকে ফুটফুটে দুই শিশুকে ফেলে দিল নিঃসন্তান ব্যক্তি

Crime News: প্রতিবেশীর দুই সন্তানকে তিনতলা থেকে ছুড়ে ফেলে দিলেন ব্যক্তি। সোমবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Crime News: তিন তলা থেকে ফুটফুটে দুই শিশুকে ফেলে দিল নিঃসন্তান ব্যক্তি
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 4:25 PM

থানে: বহুতল আবাসনের তিনতলা থেকে দুই শিশুকে ছুড়ে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ৫ বছরের এক ছেলে মারা গিয়েছে। আর ৪ বছরের এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ সূত্রে খবর। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। মহারাষ্ট্রের থানে জেলার ঘটনা। ব্যক্তির বিরুদ্ধে এই শিশু খুনের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। আর এর পিছনে কী বা উদ্দেশ্য রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত ব্য়ক্তি আসিফকে গ্রেফতার করেছে পুলিশ।

থানের মুম্বরা টাউনশিপে দেবীরপাড়া এলাকায় এক বহুতল আবাসনে বাবা-মায়ের সঙ্গে থাকে দুই শিশু। তাদের পাশের ফ্ল্যাটেই থাকেন অভিযুক্ত ব্যক্তি আসিফ ও তাঁর স্ত্রী। তাঁদের কোনও সন্তান নেই। তবে তাঁদের পাশের ঘরেই সারাদিন খেলে বেড়ায় চার বছরের ও পাঁচ বছরের এক মেয়ে ও ছেলে। এই দুই শিশুর মায়ের সঙ্গে আসিফের স্ত্রীয়ের খুব ভাব বলে জানা গিয়েছে। তাঁদের মধ্য়ে মাঝে মধ্যেই কথাবার্তা ও মেলামেশা চলত। তবে তাঁদের এই বন্ধুত্ব ভাল চোখে দেখতেন না স্বামী আসিফ। শুধু তাই নয়, স্ত্রীয়ের সঙ্গে আসিফের মাঝে মধ্যেই বচসা লেগে থাকত বলে জানা গিয়েছে।

এর মধ্যেই গত শনিবার খেলায় করছিল দুই শিশু। সেই সময় হঠাৎই আসিফ দু’জনকে তিনতলা থেকে ছুড়ে ফেলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলেই মারা গিয়েছে ছেলেটি। আর মেয়েটি গুরুতর আহত হয়। তবে সেই অবস্থাতেই কোনওভাবে ঘর পর্যন্ত যায় মেয়েটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটি বাবাকে গিয়ে জানায় প্রতিবেশী কাকু তাদের উপর থেকে ফেলে দিয়েছে। তারপরই মুম্বরা পুলিশ স্টেশনে জানানো হয়। পুলিশ এসে ছেলেটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে গত সোমবার আসিফকে গ্রেফতার করে মুম্বরা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩০৭ ধারায় মামলা দায়ের হয়েছে।