CAA Rules: ভারতের নাগরিকত্ব পেতে কতদিন টানা দেশে থাকতে হবে?
Indian Citizenship: নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে বলে সোমবারই জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে নাগরিকত্বের আবেদন করার জন্য প্রার্থীকে এদেশে অবিচ্ছিন্নভাবে থাকতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। নাগরিকত্ব আবেদনের জন্য সিএএ-র নিয়মে আরও বলা হয়েছে যে, আবেদনকারীদের একটি বিবৃতি দিতে হবে, যেখানে তাঁরা জানাবেন আগের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং নিয়ম অনুসারে তাঁরা 'স্থায়ী বাসস্থান হিসাবে ভারতই' করতে চান।

নয়া দিল্লি: দেশজুড়ে কার্যকর হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)। এই আইন মোতাবেক আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারতে আসা ছয় সম্প্রদায়ের (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান) মানুষ ভারতের নাগরিকত্ব পাবে। নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে বলে সোমবারই জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে নাগরিকত্বের আবেদন করার জন্য প্রার্থীকে এদেশে অবিচ্ছিন্নভাবে থাকতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), ২০১৯-এর অধীনে প্রতিবেশী ৩ দেশ থেকে আসা শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য বিজ্ঞপ্তি জারির দিন থেকে আগের ১২ মাস টানা ভারতে থাকতে হবে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি যেদিন জারি হয়েছে (১১ মার্চ, ২০২৩), তার থেকে আগের এক বছর টানা ভারতে থাকতে হবে প্রার্থীকে। এছাড়া এই এক বছরের আগে বিগত ৮ বছরের মধ্যে যদি ৬ বছরের বেশি ভারতে থাকতে হবে। তবেই ভারতের নাগরিকত্ব মিলবে বলে CAA-র নিয়মাবলীতে উল্লেখ করা হয়েছে।
নাগরিকত্ব আবেদনের জন্য সিএএ-র নিয়মে আরও বলা হয়েছে যে, আবেদনকারীদের একটি বিবৃতি দিতে হবে, যেখানে তাঁরা জানাবেন আগের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং নিয়ম অনুসারে তাঁরা ‘স্থায়ী বাসস্থান হিসাবে ভারতই’ করতে চান।
প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএএ-র মূল বিষয় হল, ২০১৪ সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পারসিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৯ সালে সংসদে পাশ হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল। বিরোধীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতার জোরে এটি সংসদে পাশ হয়ে যায় এবং আইনে পরিণত হয়। তার চার বছর পর অবশেষে এই আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক।
