TV9 festival of India: ফেস্টিভাল অব ইন্ডিয়ায় শিল্পীদের লাইভ পারফরম্যান্স, গানের তালে মজেছেন দর্শনার্থীরা
TV9 festival of India: ফেস্টিভাল অব ইন্ডিয়ায় দেশ-বিদেশের ২৫০-টির বেশি স্টল রয়েছে। এইসব স্টলে মেকআপ সামগ্রী থেকে ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। রয়েছে শাড়ির সম্ভার। দর্শনার্থীরা ভিড় করছেন বিভিন্ন স্টলের সামনে। ভারতের নানা প্রান্তের খাবারও পাওয়া যাচ্ছে ফেস্টিভাল অব ইন্ডিয়ায়।
নয়াদিল্লি: দুর্গাপুজোর আমেজ। তার সঙ্গে শিল্পীদের লাইভ পারফরম্যান্স। দিল্লিতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়ায় গানের তালে মজেছেন দর্শনার্থীরা। সুফি সংগীত থেকে বলিউডের গান। কিংবা লোকগীতি। লাইফ পারফরম্যান্স করছেন শিল্পীরা।
টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া এবার দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। ৯ অক্টোবর উৎসব শুরু হয়েছে। টিভি৯ নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা বলেন, “দুর্গাপুজো শক্তির উৎসব। মাতৃশক্তির আরাধনায় এই উৎসব আমরা পালন করি। সকলের কল্যাণের জন্য এই উৎসবকে আমরা উৎসর্গ করছি।”
ফেস্টিভাল অব ইন্ডিয়ায় দেশ-বিদেশের ২৫০-টির বেশি স্টল রয়েছে। এইসব স্টলে মেকআপ সামগ্রী থেকে ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। রয়েছে শাড়ির সম্ভার। দর্শনার্থীরা ভিড় করছেন বিভিন্ন স্টলের সামনে। ভারতের নানা প্রান্তের খাবারও পাওয়া যাচ্ছে ফেস্টিভাল অব ইন্ডিয়ায়। দিল্লির স্ট্রিট ফুড যেমন রয়েছে, তেমনই রয়েছে হায়দরাবাদের বিরিয়ানি। জিভে জল আনা বাংলার নানারকম মিষ্টি রয়েছে।
জিনিসপত্র কেনাকাটা, খাওয়া-দাওয়ার পাশাপাশি গানের তালে মেতে উঠতে পারেন দর্শনার্থীরা। সংগীতপ্রেমী দর্শনার্থীদের কাছে যা বাড়তি পাওনা। প্রতিদিন থাকছে শিল্পীদের লাইফ পারফরম্যান্স। লোকগীতি থেকে সুফী সংগীত, নানা ধরনের গান শুনতে পারবেন। ১৩ অক্টোবর পর্যন্ত চলবে ফেস্টিভাল অব ইন্ডিয়া। কোনও প্রবেশমূল্য নেই। একবার ঢুঁ মেরে আসতে পারেন টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়ায়।