Rahul Gandhi: বিজেপির ‘অস্ত্র’ নিয়েই কেজরীবালকে আক্রমণ রাহুলের

Jan 29, 2025 | 9:51 AM

Rahul Gandhi: কেজরীবালকে আক্রমণ করে রাহুল আরও বলেন, "যখন গরিবদের তাঁকে প্রয়োজন পড়ে, তখন দেখা যায় না কেজরীবালকে। আবার দিল্লিতে হিংসার ঘটনার সময়ও দেখা যায় না।"

Rahul Gandhi: বিজেপির অস্ত্র নিয়েই কেজরীবালকে আক্রমণ রাহুলের
দিল্লিতে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী

Follow Us

নয়াদিল্লি: দুই দলই এখনও ইন্ডিয়া জোটের শরিক। তবে দিল্লিতে বিধানসভা নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে লড়ছে। আর সেই লড়াইয়ে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরীবালকে আক্রমণ করতে গিয়ে বিজেপির ‘শিশমহল’ মন্তব্যকে হাতিয়ার করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার কেজরীবালকে আক্রমণ করে তিনি বললেন, “এসেছিলেন ছোট গাড়িতে। আর থাকেন শিশমহলে।”

এদিন পাটপারগঞ্জে ভোট প্রচারে এসে কেজরীবালকে তীব্র আক্রমণ করেন রাহুল। ২০১৪ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর ব্লু ওয়াগন আরে চড়তেন কেজরীবাল। এখন তিনি যে বাসভবনে থাকেন, তাকে শিশমহল বলে কটাক্ষ করে বিজেপি। এদিন রাহুলের গলায় সেই শিশমহলের কথা শোনা গেল। তিনি বলেন, “অরবিন্দ কেজরীবাল বলেছিলেন যে তিনি অন্যরকম রাজনীতি করবেন। ছোট গাড়িতে এসেছিলেন। এখন শিশমহলে থাকেন।”

এখানেই না থেকে কেজরীবালকে আক্রমণ করে রাহুল বলেন, “যখন গরিবদের তাঁকে প্রয়োজন পড়ে, তখন দেখা যায় না কেজরীবালকে। আবার দিল্লিতে হিংসার ঘটনার সময়ও দেখা যায় না।”

এই খবরটিও পড়ুন

দিল্লিতে আবগারি নীতি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল কেজরীবাল ও মণীশ সিসোদিয়া। এদিন তা নিয়েও আপের দুই শীর্ষ নেতাকে আক্রমণ করেন রাহুল। বলেন, কেজরীবাল ও সিসোদিয়া আবগারি দুর্নীতির মূল হোতা।

প্রসঙ্গত, দিল্লিতে ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে ৫ ফেব্রুয়ারি। আর ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। ২০১৪ সাল থেকে ক্ষমতায় রয়েছে কেজরীবালের আপ। ইন্ডিয়া জোটের শরিক হলেও তৃণমূল ও সমাজবাদী পার্টি কংগ্রেসকে সমর্থন না জানিয়ে আপকে সমর্থন জানিয়েছে। ৮ ফেব্রুয়ারি কারা মসনদে বসে, সেদিকে তাকিয়ে সবাই।