Kunal Ghosh: বিজেপির সুকান্তকে ফেব্রুয়ারি দেখালেন তৃণমূলের কুণাল, হঠাৎ কী হল?
Kunal Ghosh: সিউড়ির ঘটনা নিয়ে এদিন রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, "গোটা বাংলায় এই মুহূর্তে দুষ্কৃতীরাজ চলছে। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের উপর নির্ভর করেই নির্বাচনে জেতেন।" তারই জবাব দিতে গিয়ে ফেব্রুয়ারির কথা তোলেন কুণাল ঘোষ।
কলকাতা: একজন বিজেপির রাজ্য সভাপতি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। অন্যজন তৃণমূলের রাজ্য সম্পাদক। প্রথমজনকে ফেব্রুয়ারি দেখালেন দ্বিতীয়জন। হঠাৎ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কেন ফেব্রুয়ারি দেখাচ্ছেন তৃণমূলের কুণাল ঘোষ?
মঙ্গলবার সিউড়ির একটি ঘটনাকে কেন্দ্র করে সুকান্তর মন্তব্যের জবাব দিতে গিয়েই ফেব্রুয়ারি টেনে আনেন কুণাল। এদিন সিউড়িতে অস্ত্র-সহ ২ জনকে ধরে গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ যায়। তখন তাদের উপর চড়াও হয় গ্রামবাসীরা। সিউড়ি থানার আইডি ঘটনাস্থলে গেলে তাঁর জামার কলার ধরে টেনে আনার অভিযোগ ওঠে। আর তা নিয়েই রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “গোটা বাংলায় এই মুহূর্তে দুষ্কৃতীরাজ চলছে। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের উপর নির্ভর করেই নির্বাচনে জেতেন।”
বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেন কুণাল ঘোষ। তখনই টেনে আনেন ফেব্রুয়ারির কথা। বলেন, “সুকান্ত মজুমদারের সভাপতির চেয়ারটা ফেব্রুয়ারি পার করবে তো? উনি এখন চেয়ার রাখতে মরিয়া হয়ে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের সঙ্গে বিবৃতির লড়াইয়ে নেমে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন। সুকান্ত মজুমদার জানেন, তাঁর সভাপতির চেয়ার ফেব্রুয়ারি মাস গড়াবে কি না, তা এখনও ঠিক নেই। তাই তীব্র প্রতিযোগিতায় অসংলগ্ন বিবৃতি দিয়ে, তৃণমূলকে অকারণ আক্রমণ করে, তিনি লড়াইতে থাকার চেষ্টা করছেন।”
এই খবরটিও পড়ুন
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের কয়েকমাস পর দিলীপ ঘোষের জায়গায় রাজ্য বিজেপির সভাপতি হন সুকান্ত। ওই বছরের ২০ সেপ্টেম্বর থেকে এখনও সেই পদে রয়েছেন তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হয়েছেন। এই অবস্থায় তাঁকে রাজ্য বিজেপির সভাপতি পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।