Heart Attack: দোকানে দাঁড়িয়ে বারবার বুকে হাত দিচ্ছিলেন, মাত্র ৪ মিনিটের মধ্যেই সব শেষ, সামনে এল মর্মান্তিক সেই Video

Heart Attack: চোখের সামনে এভাবে একজনের মৃত্যু দেখে কার্যত হতভম্ব হয়ে পড়েন ওষুধ বিক্রেতা। হরিয়ানার ফরিদাবাদের ঘটনা।

Heart Attack: দোকানে দাঁড়িয়ে বারবার বুকে হাত দিচ্ছিলেন, মাত্র ৪ মিনিটের মধ্যেই সব শেষ, সামনে এল মর্মান্তিক সেই Video
ফুটেজ থেকে প্রাপ্ত ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2023 | 5:54 PM

হরিয়ানা : প্রকাশ্যে এল এক মর্মান্তিক ভিডিয়ো। দোকানে দাঁড়িয়ে থাকা জলজ্যান্ত এক ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাত্র ৪ মিনিটের মধ্যেই। চোখের সামনে এভাবে একজনের মৃত্যু দেখে কার্যত হতভম্ব হয়ে পড়েন ওষুধ বিক্রেতা। হরিয়ানার ফরিদাবাদের ঘটনা। একটি দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেই দোকানের সিসিটিভি ফুটেজেই দেখা গেল, কী ভাবে একজন ব্যক্তির মৃত্যু হল।

মাত্র তিন মিনিটের ওই ফুটেজে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি ওষুধ কিনতে এসেছেন। দোকানে দাঁড়িয়ে বারবার বুকে হাত দিচ্ছেন তিনি। তাঁর যে একটা অস্বস্তি হচ্ছে, সেটা ওই ফুটেজ থেকে স্পষ্ট। ওষুধ নিয়ে টাকাও দেন তিনি। বারবার মাথা নীচু করে টেবিলে ভর দিতে দেখা গেলেও দোকানদারের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলেন তিনি।

তারপর দেখা যায় হঠাৎই পড়ে যাচ্ছেন ওই ব্যক্তি। দোকানদার তাঁর হাত ধরার চেষ্টা করলেও মাটিতে শুয়ে পড়েন তিনি। দোকানদার সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে ওই ব্যক্তিকে তোলার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সব শেষ।

দৈনিক ভাস্কর-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম সঞ্জয় (বয়স ২৩)। তিনি উত্তর প্রদেশের এতাহ-এর বাসিন্দা। কেউ কেউ অভিযোগ করেছিলেন, ওই ব্যক্তি ভুল ওষুধ খাওয়ায় মৃত্যু হয় তাঁর। কিন্তু, ভিডিয়ো প্রকাশ্যে আসতে দেখা যায়, ওই ব্যক্তি কোনও ওষুধ খাননি, তার আগেই মৃত্যু হয়।