নয়া দিল্লি: কার্গিলের (Kargil) হামবাটিংলাতে (Humbatingla) বিশ্বের উচ্চতম রেডিও স্টেশনে (Radio Station) হাই পাওয়ার ট্রান্সমিটারের (High Power Transmission) উদ্বোধন করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। অল ইন্ডিয়া রেডিও (All India Radio) সূত্রে খবর, সমুদ্র পৃষ্ঠ থেকে ১৩,৩০০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্টেশন থেকে কার্গিল এবং বাটালিক এলাকার ট্রান্সমিশন এবং সিগনাগালের উন্নতি করার লক্ষ্যে, অল ইন্ডিয়া রেডিও এফএম স্টেশন এবং দূরদর্শনের জন্য পৃথকভাবে ১০ কিলোওয়াটের উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি ট্রান্সমিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক।
এই নয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সমিটার বসানোর ফলে ওই পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কাছে অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনের উন্নতমানের পরিষেবা পৌছঁবে। মূলত সীমান্তবর্তী লাদাখের মানুষের কাছে দ্রুত তথ্য পৌছেঁ দেওয়ার লক্ষ্যেই সরকারের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরেই সাংসদ জমিয়াং সেরিং নামগিয়াল (MP Jamyang Tsering Namgyal) ও লাদাখের স্বশাসিত হিল উন্নয়ন কাউন্সিলের (Ladakh Autonomous Hill Development Council) পক্ষ থেকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের কাছে এই ব্যাপারে পদক্ষেপের বিষয়ে আর্জি জানানো হয়েছিল। সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অনুরাগ ঠাকুর অক্টোবর মাস থেকেই লাদাখি নিউজ ও ডিডি কাশীরের ট্রান্সমিশন দ্বিগুণ করে দেওয়ার কথা বলেছেন। এছাড়াও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আশ্বাস দিয়েছেন, লাদাখ এলাকার সব যায়গায় রেডিও সিগন্য়াল পৌছেঁ দেওয়া হবে।
অন্যদিকে শুক্রবার লাদাখে প্রথমবারের জন্য পাঁচ দিন ব্যাপী হিমালয়ান ফিল্ম ফেস্টিভালের (Himalayan Film Festival) উদ্বোধন হয়েছে। ওই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। কার্গিল যুদ্ধে শহীদ ক্য়াপ্টেন বিক্রম বাতরার জীবন নিয়ে সম্প্রতি মুক্তি পাওয়া সিদ্ধার্থ মলহোত্রা (Siddharth Malhotra) অভিনীত ছবি ‘শেরশাহ’ (Shershah) এই চলচিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়েছে। সিদ্ধার্থ মলহোত্রা ছাড়াও ছবির পরিচালক বিষ্ণু বর্ধন ও অন্যান্য় কলা কুশলীরা এই ছবি প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন।
হিমালয় অঞ্চলে অবস্থিত ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন পরিচালক দ্বারা নির্মিত ছবি এই চলচিত্র উৎসবে দেখানো হবে। এই এলাকার চলচিত্র নির্মাতদের ছবি প্রদর্শনের একটি মাধ্যম হিসেবেই লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন ও ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের যৌথ উদ্য়োগে এই চলচিত্র উৎসব আয়োজিত হয়েছে।
সংবাদ সংস্থা – সূত্রে খবর, চলচিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “সিনেমা ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধির অন্য়তম প্রধান মাধ্যম।” এই অনুষ্ঠানে তিনি আরও জানান আগামী ১ অক্টোবর থেকে লেহতে অবস্থিত দূরদর্শনের যাবতীয় অনুষ্ঠান সম্প্রচারের সময় আরও এক ঘন্টা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন IPL 2021: এমবিএ, রজনীকান্ত, ভাজ্জিকে পাশে পেয়ে ভেঙ্কটেশের ওপেনার হওয়ার গল্প