Centre on Retirement Guidelines: দ্রুত মিলবে ‘নিস্তার’, নিয়োগ হবে অফিসার! পেনশন নিয়ে জারি নয়া নির্দেশিকা
Centre Retirement Guidelines: এমনকি যে সব কর্মচারী অবসর নেবেন বা নিয়েছেন, তাঁদের যদি বকেয়া সংক্রান্ত কোনও সমস্যা থাকে, তাও মেটানোর দায়িত্ব এই অফিসারদের। যে দায়িত্ব বন্টন করে দেবেন সংশ্লিস্ট বিভাগের উর্ধতন আধিকারিকরা। শুধু তা-ই নয়, কোনও পেনশনভোগীর যদি মৃত্যু ঘটে, তা হলে সেই অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যুর পর তাঁর পরিবারের জন্য যাতে দ্রুত পেনশন চালু করা হয়, সেই সংক্রান্ত দায়িত্ব থাকবে এই 'পেনশন বন্ধু'দের হাতেই।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য জারি হল নতুন নীতি। অবসরকালীন এবং পেনশনভোগীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল নরেন্দ্র মোদী সরকার। যার মাধ্যমে পেনশন এবং অবসরের পর পাওয়া এককালীন টাকা যাতে দ্রুত কর্মীদের পকেটে পৌঁছে যায়, তাই সুনিশ্চিত করল তারা।
কী কী বলা হয়েছে নয়া নির্দেশিকায়?
এই নির্দেশিকায় পেনশনভোগীদের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একজন করে অফিসার বা ‘পেনশন বন্ধু’ নিয়োগ করার কথা জানিয়েছে তারা। যাদের কাজ হবে সদর দফতরের বসে পেনশনভোগীদের ফর্ম ফিল-আপ থেকে শুরু করে যাবতীয় কাজে সহযোগিতা করা।
এমনকি যে সব কর্মচারী অবসর নেবেন বা নিয়েছেন, তাঁদের যদি বকেয়া সংক্রান্ত কোনও সমস্যা থাকে, তাও মেটানোর দায়িত্ব এই অফিসারদের। যে দায়িত্ব বন্টন করে দেবেন সংশ্লিস্ট বিভাগের উর্ধতন আধিকারিকরা। শুধু তা-ই নয়, কোনও পেনশনভোগীর যদি মৃত্যু ঘটে, তা হলে সেই অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যুর পর তাঁর পরিবারের জন্য যাতে দ্রুত পেনশন চালু করা হয়, সেই সংক্রান্ত দায়িত্ব থাকবে এই ‘পেনশন বন্ধু’দের হাতেই। নথি যাচাই থেকে পেশ, প্রতি কাজেই নিহতের পরিবারকে সহায়তা করবেন সংশ্লিষ্ট অফিসার।
এদিন সংশ্লিষ্ট দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ‘অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের যাতে অবসরগ্রহণের পর পেনশনের টাকা পেতে কোনও রকম অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পিপিও থেকে ইপিপিও সমস্ত রকমের কাজ যাতে দ্রুত মিটে যায়, সেটাই সুনিশ্চিত করা হয়েছে কেন্দ্রের তরফে।’
