Acid Attack: হাতে অ্যাসিড, পুরুষ সেজে প্রেমিকের বিয়েতে হাজির যুবতী, তারপর…
ভালবাসার মানুষ অন্য মহিলার সঙ্গে গাঁটছড়া বাঁধবে, সেটা মেনে নেওয়া অসম্ভব হয়ে ওঠে। যাকে নিজে পাবে না, তাকে কেন অন্য কাউকেও পাবে?
রায়পুর: প্রেমে প্রতারিত বা প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার উপর প্রতিশোধ নেওয়ার কথা আকছার শোনা যায়। কিন্তু, এবার একেবারে উল্টো ঘটনা ঘটল। বেশ কয়েকবছর ধরে প্রেম করে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত অন্য মহিলার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যায় রোমিও। প্রেমিকের এই প্রতারণা মেনে নিতে পারেননি ২২ বছরের যুবতী। তার ভালবাসার মানুষ অন্য মহিলার সঙ্গে গাঁটছড়া বাঁধবে, সেটা মেনে নেওয়া অসম্ভব হয়ে ওঠে। যাকে নিজে পাবে না, তাকে কেন অন্য কাউকেও পাবে? তাই একেবারে ছদ্মবেশে প্রেমিকের বিয়ের আসরে হাজির হয়ে তার মুখে অ্যাসিড ছুড়লেন প্রেমিকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে ছত্তিশগঢ়ের বাস্তার জেলা। যা একেবারে সিনেমার স্ক্রিপ্টকেও হার মানিয়েছে।
পুলিশ জানায়, অ্যাসিড আক্রান্ত যুবকের নাম ডমরুধর বাঘেল। বাস্তার জেলার ২৫ বছর বয়সি ডমরুধর গত ১৯ এপ্রিল ছোটে আমাবল গ্রামে ১৯ বছরের এক তরুণীকে সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। সেখানেই তাঁর উপর অ্যাসিড হামলা হয়। ঘটনায় ডমরুধর সহ বিয়ের আসরে উপস্থিত আরও ১০ জন আহত হয়েছেন। ডমরুধরের প্রাক্তন প্রেমিকাই তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়েছেন বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত যুবতীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাস্তারের অতিরিক্ত পুলিশ সুপার নিবেদিতা পল।
এএসপি জানান, গ্রেফতারির পর ডমরুধরের উপর অ্যাসিড ছোড়ার কথা স্বীকার করেছেন যুবতী। প্রেমে প্রতারিত হওয়ায় বদলা নিতেই তিনি পরিকল্পিতভাবে একাজ করেছেন বলে জেরায় জানিয়েছেন যুবতী। পুরুষের ছদ্মবেশেই যুবতী ডমরুধরের বিয়ের আসরে প্রবেশ করেছিলেন। তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
উল্লেখ্য, চলতি মাসের গোড়ায় ছত্তিশগঢ়ের কবীরধাম জেলায় এরকমই একটি ত্রিকোণ প্রেমের ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেবার এক মহিলা প্রেমিককে ছেড়ে অন্য যুবককে বিয়ে করায় অভিনবভাবে পাল্টা প্রতিশোধ নেয় তাঁর প্রাক্তন প্রেমিক। সে প্রেমিকার বিয়েতে একটি মিউজিক সিস্টেম উপহার দেয়। সেই সিস্টেমের ভিতর ছিল তাজা বোমা। যেটির বিস্ফোরণ ঘটে এবং নববধূর স্বামী ও দাদার মৃত্যু হয়।