Kedarnath Yatra: কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন স্থগিত হয়ে গেল, কেন?

গত রবিবার থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে। আগামিকাল, ২৫ এপ্রিল সকলের জন্য কেদারনাথের দ্বার খোলার কথা।

Kedarnath Yatra: কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন স্থগিত হয়ে গেল, কেন?
তুষারে আবৃত কেদারনাথ মন্দির।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 6:09 PM

ঋষিকেশ: চারধাম যাত্রা (Chardham Yatra) সবে শুরু হয়েছে। কিন্তু, শুরুতেই বিপত্তি। কেদারনাথ যাত্রার (Kedarnath Yatra) রেজিস্ট্রেশন স্থগিত হয়ে গেল। অত্যধিক তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার জন্যই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন স্থগিত করে দেওয়া হল। আপাতত আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কেদারনাথের রেজিস্ট্রেশন বন্ধ রাখা হয়েছে। গারওয়াল ডিভিশনের অতিরিক্ত কমিশনার ও চারধাম যাত্রা প্রশাসনিক সংস্থার অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী অফিসার নরেন্দ্র সিং কাবিরিয়াল সোমবার একথা জানিয়েছেন।

উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত রবিবার থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে। আগামিকাল, ২৫ এপ্রিল সকলের জন্য কেদারনাথের দ্বার খোলার কথা। ইতিমধ্যে কেদারনাথ সহ চারধাম যাত্রার সঙ্গে যাত্রার জন্য ১৬ লক্ষের বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু, টানা তুষারপাতের জেরে এদিন থেকেই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হল। দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ জানিয়ে গারওয়ালের প্রশাসনিক আধিকারিক নরেন্দ্র সিং কাবিরিয়াল জানান, ঋষিকেশ এবং হরিদ্বারের খারাপ আবহাওয়া এবং অতরিক্ত তুষারপাতের জেরেই ৩০ এপ্রিল পর্যন্ত কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের স্বার্থ বিবেচনা করেই আগামী দিনে আবহাওয়ার অবস্থা দেখে এব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত করা হবে। তবে কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন আপাতত বন্ধ হলেও বাকি তিনধাম অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথের রেজিস্ট্রেশন যাত্রা চলছে।

গত কয়েকদিন টানা বৃষ্টিপাত এবং অতিরিক্ত তুষারপাতের জেরে গারওয়াল হিমালয়ের আপার এলাকার রাস্তা তুষারে ঢেকে গিয়েছে। কেদারনাথ যাওয়ার হাঁটাপথ প্রায় ৪ ফুট পুরু বরফের চাদরে মুড়েছে। তাপমাত্রাও অনেকটা কমে গিয়েছে। আগামী এক সপ্তাহ কেদারঘাটিত তুষারপাত চলবে এবং আবহাওয়া খারাপ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই ঝুঁকি এড়াতেই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন আপাতত স্থগিত করে দিল উত্তরাখণ্ড প্রশাসন।

অন্যদিকে, কেদারনাথ বাদ দিয়ে বাকি তিনধাম যাত্রার রেজিস্ট্রেশন চালু থাকলেও পুণ্যার্থীদের সচেতন থাকার বার্তা দিয়েছে উত্তরাখণ্ড সরকার। আবহাওয়ার পরিস্থিতি ও আবহাওয়ার পূর্বাভাস দেখেই পুণ্যার্থীদের যাত্রা শুরু করার আবেদন জানিয়েছেন উত্তরাখণ্ড সরকারের মুখপাত্র। তিনি আরও জানান, পুণ্যার্থীদের যাতে কোনরকম অসুবিধা না হয়, সেজন্য চারধাম যাত্রার পথে একাধিক চিকিৎসা শিবির করা হয়েছে। চারধাম যাত্রার জন্য পুণ্যার্থীদের গরম জামা-কাপড় সহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখারও বার্তা দিয়েছেন ধামি সরকারের মুখপাত্র।

উল্লেখ্য, গত শনিবার, ইদের দিনই শুরু হয়েছে চারধাম যাত্রা। রবিবার, অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গোত্রী ও যমুনোত্রী পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আগামী ২৫ এপ্রিল কেদারনাথ এবং ২৭ এপ্রিল বদ্রীনাথ ধাম খুলবে।