YS Sharmila: সটান চড় পুলিশকে, আটক অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বোন

YS Sharmila: প্রসঙ্গত, শর্মিলা যে সিটের কার্যালয়ে যাবেন সেই খবর আগেই ছিল পুলিশের কাছে। সে কারণে এদিন সকাল থেকেই তাঁর জুবিলি হিলসের বাড়ির সামনের চত্বর পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যায়।

YS Sharmila: সটান চড় পুলিশকে, আটক অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বোন
ওয়াইএস শর্মিলা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 6:02 PM

হায়দরাবাদ: জোর করে উঠছিলেন গাড়িতে। বাধা দেয় পুলিশ। আর তখনই আচমকা এক পুলিশ (Police) কর্মীকে চড় মেরে বসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির (Jaganmohan Reddy) বোন ওয়াইএস শর্মিলা। তারপরই তাঁকে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল দক্ষিণ ভারতের রাজ্য-রাজনীতিতে। প্রসঙ্গত, পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁসের ঘটনায় উত্তাল তেলেঙ্গনার (Telengana) রাজনৈতিক মহল। কেসিআর সরকারের (KCR Government) বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি-সহ রাজনৈতিক দলগুলি। তদন্ত করে বিশেষ তদন্তকারী দল বা সিট তৈরি করেছে কে চন্দ্রশেখর রাওয়ের সরকার।

এ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১১ জন। সঙ্গে বাতিল হয়ে গিয়েছে তিনটি পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন বিশেষ তদন্তকারী দল বা সিটের কার্যালয়ে যাচ্ছিলেন শর্মিলা। সেখানেই তাঁর পথ আটকায় পুলিশ। বাধা পেয়ে চড় মেরে বসেন এক পুলিশ কর্মীকে। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে জুবিলি হিলস থানায় নিয়ে যায় পুলিশ। প্রসঙ্গত, শর্মিলা যে সিটের কার্যালয়ে যাবেন সেই খবর আগেই ছিল পুলিশের কাছে। সে কারণে এদিন সকাল থেকেই তাঁর জুবিলি হিলসের বাড়ির সামনের চত্বর পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যায়। বাড়ি থেকে বের হতে বাধা দেওয়া হয় তাঁকে। 

কিন্তু, পুলিশি বাধা উপেক্ষা করে তিনি গাড়িতে উঠতে যান। ফের বেশ কিছুক্ষণ বচসা চলে পুলিশের সঙ্গে। তারপরই ঘটে এ ঘটনা। প্রসঙ্গত, জগন্মোহন রেড্ডির সঙ্গে মতবিরোধের জেরে তেলঙ্গানার ওয়াইএসআর কংগ্রেস ছেড়ে প্রয়াত বাবার নামে নতুন দল গড়েছিলেন শর্মিলা। যদিও জগনের দলের দাবি, অন্ধ্রপ্রদেশের তুলনায় তেলেঙ্গনার স্বার্থ রক্ষায় বেশি গুরুত্ব দিতে চাইছেন শর্মিলা। সেই কারণেই তাঁদের দলের সঙ্গে মতবিরোধ ক্রমেই চরমে উঠছিল।