Chennai headmistress: মাদক মেশানো পানীয় খাইয়ে তরুণী শিক্ষিকার সঙ্গে যৌনতা প্রধান শিক্ষিকার!

Chennai headmistress: টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তিরুবনমিউর মহিলা থানায় এই ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা শিক্ষিকা। তাঁর অভিযোগের প্রেক্ষিতে, পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। তাঁকে ইতিমধ্যে হেফাজতেও নেওয়া হয়েছে।

Chennai headmistress: মাদক মেশানো পানীয় খাইয়ে তরুণী শিক্ষিকার সঙ্গে যৌনতা প্রধান শিক্ষিকার!
প্রতীকী ছবিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 30, 2024 | 8:49 PM

চেন্নাই: সদ্য স্কুলে যোগ দিয়েছিলেন ২২ বছরের এক শিক্ষিকা। তাঁর পানীয়ে মাদক মিশিয়ে তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই স্কুলেরই প্রধান শিক্ষিকাকে। বছর চল্লিশের ওই মহিলা, আসন্ন অর্ধ-বার্ষিক পরীক্ষা নিয়ে আলোচনা করার অছিলায় তরুণী শিক্ষিকাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, তরুণী শিক্ষিকা তাঁর বাড়িতে আসার পর, প্রধান শিক্ষিকা তাঁকে একটি পানীয় খেতে দিয়েছিলেন। তাতেই মেশানো ছিল মাদক। ওই মাদক মেশানো পানীয় খাওয়ার পরই তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে আসার পর, তরুণী শিক্ষিকা দেখেছিলেন তিনি অর্ধনগ্ন অবস্থায় আছেন। শুধু তাই নয়, তাঁর শরীরে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের ইনজামবাক্কাম এলাকায়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তিরুবনমিউর মহিলা থানায় এই ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা শিক্ষিকা। তাঁর অভিযোগের প্রেক্ষিতে, পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। তাঁকে ইতিমধ্যে হেফাজতেও নেওয়া হয়েছে। তদন্তে জানা গিয়েছে, গত দুই বছর ধরে বিভিন্ন সময়ে একান্তে দেখা করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা এবং নির্যাতিতা শিক্ষিকা। ঘটনার দিন ওই শিক্ষিকা, প্রধান শিক্ষিকার বাড়িতে ঢোকার পরই, বাড়িটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। তারপরই, যৌন নিপীড়নের ঘটনা ঘটে বলে অভিযোগ।

নির্যাতিতা শিক্ষিকাকে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, তাঁর আঘাত গুরুতর হওয়ায়, তাঁকে রায়পেত্তা সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তদন্তে আরও জানা গিয়েছে, সংজ্ঞাহীন অবস্থায় থাকাকালীন ওই শিক্ষিকাকে শারীরিকভাবেও আঘাত করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা। গ্রেফতারির পর, তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। পরে অবশ্য তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগগুলির সবই জামিনযোগ্য ধারার। পুলিশ জানিয়েছে এই ঘটনার আরও তদন্ত করা হচ্ছে।