K V Subramanian: ‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলে অনুপ্রাণিত হয়েছি’, পদত্যাগ করলেন দেশের অর্থনৈতিক উপদেষ্টা
Finance Ministry: তিন বছর ধরে অর্থ মন্ত্রকে দায়িত্ব সামলানোর পর এবার ফের গবেষণার কাজে ফিরতে চান তিনি।
নয়া দিল্লি: দেশের জন্য কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেছি। এবার একজন গবেষক হিসেবে দেশের সেবা করতে চাই। পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে এমনটাই লিখেছেন দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা (Chief Economic Adviser) কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যম ( K V Subramanian)। আজ শুক্রবার টুইটে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি। গত তিন বছর ধরে অর্থনৈতিক উপদেষ্টা দায়িত্ব সামলেছেন তিনি। এবার তিনি শিক্ষা ক্ষেত্রে ফিরতে চান। এই তিন বছরে দেশের অর্থনীতি অনেক কঠিন সময়ের সাক্ষী থেকেছে। লকডাউনের মতো কঠিন পরিস্থিতিতেও দায়িত্ব সামলেছেন তিনি।
এ দিন তিনি টুইটে লিখেছেন, আমার কাজের তিন বছর পূর্ণ হয়ে গিয়েছে। ফের একবার পড়াশুনার জগতে ফিরতে চাই। তবে এই সময়কালে দেশের সেবা করতে পারায় নিজেকে সৌভগ্যবান বলে উল্লেখ করেছেন তিনি। সুব্রহ্মণ্যম টুইটে একটি ব্লগ পোস্ট করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ট্যাগ করেছেন টুইটে।
I have decided to return back to academia following the completion of my 3-year fulfilling tenure. Serving The Nation has been an absolute privilege ?and I have wonderful support and encouragement?. My statement: @PMOIndia @narendramodi @FinMinIndia @nsitharamanoffc @PIB_India pic.twitter.com/NW5Y64kxJ6
— K V Subramanian (@SubramanianKri) October 8, 2021
তাঁর ব্লগ তিনি লিখেছেন, প্রত্যেকদিন যখন কাজের জন্যে নর্থ ব্লকে যেতাম, গৌরব অনুভব করতাম। শুধু তাই নয়, সেই সঙ্গে আমার ওপর থাকা দায়িত্বও পালন করার জন্যে চেষ্টা চালিয়ে যেতাম। তিনি ব্লগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রশংসা করেছেন। তাঁর মতে, মোদীর মতো নেতা তিনি কখনও দেখেননি। তিন বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেছেন, কী ভাবে অত্যন্ত কঠিন সময়েও কর্তব্যে অবিচল থেকে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভি সুব্রহ্মণ্যম উল্লেখ করেছেন, মোদী মুখোমুখি হলে অনুপ্রাণিত হতেন তিনি।
অন্যদিকে কে ভি সুব্রহ্মণ্যমকে তাঁর কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে প্রশংসাও করেছেন তিনি। সুব্রহ্মণ্যমের টুইট রিটুইট করে প্রধানমন্ত্রী লিখছেন, বুদ্ধিমত্তা, অর্থনীতির প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি প্রশংসার যোগ্য। যেভাবে সমস্ত কিছু সামলেছেন তিনি সেটাকেই কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামীদিনের জন্যে শুভেচ্ছা জানাতেও ভোলেননি মোদী।
আইআইটি কানপুর এবং আইআইএম কলকাতা থেকে পড়াশোনা করেছেন ছাত্র কে ভি সুব্রহ্মণ্যম। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসে অধ্যাপক হিসেবে কাজ করতেন তিনি। ২০১৮ সালে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন তিনি। যদিও বেশ কিছুদিন ধরে খালি ছিল ওই পদ। অরবিন্দ সুব্রমন্যম এই পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেন। এরপর প্রায় পাঁচ মাস পর ২০১৮ সালে দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা পদে বসেন কে ভি সুব্রহ্মণ্যম।
লকডাউনকের জন্য যখন সরকারকে দায়ী করেছিলেন বিরোধীরা। তখন ইকনমিক সার্ভে পেশ হওয়ার পর কেন্দ্রের অবস্থানের পক্ষেই সওয়াল করেছিলেন কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যম। তিনি বুঝিয়েছিলেন অনেক বেশি কিছু পাওয়ার জন্য, স্বল্প দিনের কষ্ট স্বীকার করতে হয়েছে ভারতকে। তাঁর মতে এরকম একটা সিদ্ধান্তের জন্য কয়েক লক্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।