Rahul Gandhi: আম আদমি পার্টিকে ভোট দেবেন রাহুল গান্ধী!

ঈপ্সা চ্যাটার্জী |

May 19, 2024 | 11:49 AM

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে একজোট হয়েছে বিরোধী দলগুলি। তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। সেই জোটেই শরিক কংগ্রেস ও আম আদমি পার্টি। লোকসভা নির্বাচনের আগেও যেখানে আপ-কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে বিরোধ বেঁধেছিল, সেখানেই নির্বাচনের মাঝেই তাদের 'দোস্তি'।

Rahul Gandhi: আম আদমি পার্টিকে ভোট দেবেন রাহুল গান্ধী!
ভোট প্রচারে রাহুল গান্ধী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: নিজে করেন এক দল, এদিকে ভোট দেবেন অন্য দলকে! জোটের জট এমন পাকিয়েছে যে আম আদমি পার্টিকে ভোট দেবেন রাহুল গান্ধী। শনিবার কংগ্রেস সাংসদ নিজেই জানালেন, তিনি দিল্লিতে আপ প্রার্থীকে ভোট দেবেন।

লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে একজোট হয়েছে বিরোধী দলগুলি। তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। সেই জোটেই শরিক কংগ্রেস ও আম আদমি পার্টি। লোকসভা নির্বাচনের আগেও যেখানে আপ-কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে বিরোধ বেঁধেছিল, সেখানেই নির্বাচনের মাঝেই তাদের ‘দোস্তি’। আপ প্রার্থীকে ভোট দেবেন বলেই জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

শনিবার ইন্ডিয়া জোটের প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে রাহুল গান্ধী বলেন, “কেজরীবাল কংগ্রেসের বোতামে চাপ দেবেন, আর আমি আম আদমি পার্টির বোতামে…দিল্লির সাত লোকসভা আসনেই ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত করতে কংগ্রেস ও আম আদমি পার্টির কর্মীরা একসঙ্গে কাজ করুন।”

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কে বসার কথাও বলেন রাহুল। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিতর্কে বসতে রাজি। উনি যখন, যেখানে চাইবেন, আমি তাতেই রাজি। কিন্তু আমি নিশ্চিত যে উনি আসবেন না…যদি প্রধানমন্ত্রী আমার সামনে আসেন, তবে আমি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পুঁজিবাদ ও কৃষকদের ইস্য়ু নিয়ে প্রশ্ন করব।”

রাহুল আরও বলেন, “মোদী শুধুমাত্র ২২-২৫ জনের জন্য কাজ করেছেন। আমি চাঁদনি চকের ছোট ব্যবসায়ীদের কাছে জানতে চাই, মোদী আপনাদের জন্য কী করেছেন? জিএসটি, নোটবন্দি ও অন্যান্য কর ছোট ব্যবসাগুলিকে প্রভাবিত করেছে। রেল ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলির বেসরকারিকরণ করা হচ্ছে।”

Next Article