Corona Cases and Lockdown News: দেশ জুড়ে আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার, শুধু দিল্লিতেই ৫ হাজার কনটেনমেন্ট জোন

| Edited By: | Updated on: Apr 10, 2021 | 11:44 PM

দেশে একদিনেই করোনা আক্রান্ত প্রায় দেড় লাখ মানুষ। মৃতের সংখ্যাও কম নয়, গত ২৪ ঘণ্টায় মৃত্য়ু হয়েছে ৭৯৪ জনের।

Corona Cases and Lockdown News: দেশ জুড়ে আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার, শুধু দিল্লিতেই ৫ হাজার কনটেনমেন্ট জোন
প্রতীকী চিত্র

সর্বকালের সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। একদিনেই সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখ ৪৬ হাজার ৬৩১। সংক্রমণ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি হয়েছে লকডাউন, নৈশ কার্ফু।

দিল্লিতেও গতকাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে স্কুল। শুধু দিল্লিতেই ৫ হাজার কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 Apr 2021 08:18 PM (IST)

    একদিনে বাংলায় ৪ হাজারের বেশি সংক্রমিত, মৃত্যুতেও রেকর্ড

    সত্যিই বোধহয় চিকিৎসকদের আশঙ্কা সত্যি হতে চলেছে। বড় বিপদের হাতছানি ভোটের বাংলায়, অতিমারির বাংলায়। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে বেলাগাম করোনা। একদিনের সংক্রমণ ৪ হাজার পার করে গেল। হু হু করে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। চার দফা ভোটেই এই পরিসংখ্যান। আট দফার পর তা কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে উদ্বিঘ্ন চিকিৎসকমহল। সংক্রমণের নিরিখে শনিবার এগিয়ে কলকাতা, মৃত্যুর নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগনা।

    বিস্তারিত পড়ুন: হু হু করে চড়ছে করোনাগ্রাফ, একদিনে বাংলায় ৪ হাজারের বেশি সংক্রমিত, মৃত্যুতেও রেকর্ড

  • 10 Apr 2021 07:41 PM (IST)

    লকডাউন নয়, জানালেন মুখ্যমন্ত্রী কেজরীবাল

    সংক্রমণ বৃদ্ধি হলেও দিল্লিতে এখনই লকডাউন করতে নারাজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তবে আগামী কয়েক দিনের মধ্যেই আরও কড়া বিধি নিষেধ জারি হতে পারে বলে তিনি জানিয়েছেন।

    বিস্তারিত পড়ুন: লকডাউনে ‘না’, রাজধানীর করোনা পরিস্থিতি খতিয়ে দেখে কড়া বিধিনিষেধে সায় মুখ্যমন্ত্রীর

  • 10 Apr 2021 07:30 PM (IST)

    দিল্লি জুড়ে ৫০০০ কনটেনমেন্ট জোন, রাজধানীতেও বাড়ছে সংক্রমণ

    রাজধানী দিল্লিতেও পাল্লা দিয়া বাড়ছে করোনা সংক্রমণের হার। শনিবারের রিপোর্ট অনুযায়ী, ১০.২১ শতাংশ ছাড়িয়েছে সেই হার।এর আগে ২৩ নভেম্বর এই হার ছিল ১১.৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ ৭৮৯৭ টি, ৩৯ জন রোগীর মৃত্যু হয়েছে এক দিনে। এই নিয়ে টানা দ্বিতীয় দিন ৩৯ জন রোগী মারা গেল দিল্লিতে।

    এই মুহূর্তে দিল্লিতে কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৫ হাজার। দিল্লিতে করোনার অ্যাকটিভ কেস ২৮,৭৭৩। ২০২০-র ৩ ডিসেম্বর সক্রিয় করোনা রোগীর‌ সংখ্যা ছিল ২৯,১২০, সেটাই এখনও পর্যনদল সর্বোচ্চ।

  • 10 Apr 2021 06:39 PM (IST)

    যোগীরাজ্যে একদিনেই আক্রান্ত ১২ হাজার ৭৮৭

    এক লাফে নয় হাজার থেকে ১২ হাজারে পৌঁছল সংক্রমণ। বাকি রাজ্যের মতোই সংক্রমণ বাড়ছে যোগী রাজ্যেও। গত ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশে করোনা আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৮৭ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৪৮ জনের।

  • 10 Apr 2021 11:11 AM (IST)

    মুম্বইয়ে বন্ধ বেসরকারি টিকাকেন্দ্র

    পর্যাপ্ত পরিমাণ টিকা না থাকায় আপাতত বন্ধ করে দেওয়া হল মুম্বইয়ের বেসরকারি টিকাকেন্দ্রগুলি। আগামী সোমবার অবধি টিকাকরণ বন্ধ থাকবে। তবে সরকারি হাসপাতাল ও কেন্দ্রগুলিতে টিকাকরণ চলবে।

    বিস্তারিত পড়ুন: নেই পর্যাপ্ত টিকা, মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রে সোমবার অবধি বন্ধ টিকাকরণ

  • 10 Apr 2021 11:08 AM (IST)

    কোভিড পরিস্থিতি পর্যালোচনায় বিশেষ বৈঠক সনিয়ার

    কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি কেমন, তা জানতে আজ সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। বৈঠকে উপস্থিত থাকবেন রাহুল গান্ধীও।

    বিস্তারিত পড়ুন: নজরে করোনা পরিস্থিতি, কংগ্রেস শাসিত রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবেন সনিয়া

  • 10 Apr 2021 11:05 AM (IST)

    মহারাষ্ট্রে সপ্তাহন্তে লকডাউনে সাড়া

    সকাল থেকেই শুনশান রাস্তা। দেখা নেই লোকজন বা যানবাহনের। মহারাষ্ট্রে সপ্তাহ শেষে লকডাউনে এমন চিত্রই দেখা গেল। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মহারাষ্ট্র সরকারের তরফে নৈশ কার্ফু ও সপ্তাহ শেষে লকডাউন জারি করা হয়েছে। শনিবার থেকে সোমবার ভোর ৬টা অবধি এই লকডাউন জারি থাকবে।

  • 10 Apr 2021 09:30 AM (IST)

    মহারাষ্ট্রে সপ্তাহন্তে লকডাউনে সাড়া

    ফাকা রাস্তা, নেই কোনও মানুষ বা যানবাহনের দেখা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মহারাষ্ট্রে সপ্তাহ শেষে যে লকডাউনের ঘোষণা করা হয়েছে, তাতে এমন চিত্রই ধরা পড়ল। প্রতি সপ্তাহে শনিবার থেকে সোমবার অবধি জারি থাকবে লকডাউন।

Published On - Apr 10,2021 8:37 PM

Follow Us: