দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া ৬০ হাজারের গণ্ডিতেই আটকে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩ হাজার ৫৭০ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯৭ লক্ষ ৩১৩-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮৪ লক্ষ ৯১ হাজার ৬৭০ জন। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ২৬ হাজার ৭৪০। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ এককথায় নিম্নমুখী। রাজ্যের মঙ্গলবারের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে সাড়ে ৩ হাজারে। দৈনিক মৃত্যুও কমছে। তবে স্বস্তি দিচ্ছে পজিটিভিটির কমতে থাকা হার। যা প্রায় সাড়ে ৫ শতাংশে নেমে এসেছে।
আরও পড়ুন: রাজ্যে সুস্থতার হার ৯৭ শতাংশ, শেষ ২৮ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৩ হাজার, দেখুন জেলার ছবিটা কেমন
কোভিশিল্ডের পর আরও একটি ভ্যাকসিন আনতে চলেছে সেরাম ইন্সটিটিউট। সূত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই ভারতের বাজারে আসতে পারে করোনার নতুন ভ্যাকসিন কোভাভ্যাক্স। আমেরিকার নোভাভ্যাক্স সংস্থার সঙ্গে যৌথ উদ্য়োগে এই ভ্যাকসিন তৈরি করবে সেরাম সংস্থা।
Serum Insititute of India (SII) hopes to introduce Covavax in the country by September which is a version of US firm Novavax's COVID19 vaccine candidate: Sources
— ANI (@ANI) June 17, 2021
আনবক শুরু হতেই স্বাভাবিক ছন্দে ফিরছে রাজধানী। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ১০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪৩ জন।
COVID19 | Delhi reports 158 new cases, 10 deaths and 343 recoveries in the last 24 hours; positivity rate at 0.20% pic.twitter.com/VQakWdB1FJ
— ANI (@ANI) June 17, 2021
মহারাষ্ট্রে করোনার ঢেউ আছড়ে পড়তেই মুম্বইয়ের একটি জৈন মন্দিরকে টিকাকরণ কেন্দ্রে পরিণত করা হয়েছিল। বর্তমানে সেখানেই ভিক্ষুক ও হকারদের টিকাকরণ কর্মসূচি চলছে।
Maharashtra: A Jain Temple in Mumbai which was converted into a #COVID19 vaccination centre earlier are now inoculating beggars & street vendors
They are being vaccinated under a special session. We counsel them before administering the vaccine: J Shah, Vaccination Inchage pic.twitter.com/blWzpkZbGa
— ANI (@ANI) June 16, 2021
করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল আরও ভয়াবহভাবে। দেশজুড়ে কেবল অক্সিজেন বা শয্যা সঙ্কটই নয়, করোনা রোগীদের উপরও এর মারাত্মক প্রভাব পড়েছে। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের গবেষণায় জানা দিয়েছে, দ্বিতীয় ঢেউয়েই গর্ভবর্তী ও নতুন মায়েদের উপর অধিক প্রভাব পড়েছে প্রথম ঢেউয়ের তুলনায়।
বিস্তারিত পড়ুন: দ্বিতীয় ঢেউয়েই বেশি প্রভাবিত গর্ভবতী ও প্রসূতিরা, বেড়েছে মৃত্যুহারও, জানাল আইসিএমআর
উপত্যকাতেও থাবা বসেছিল করোনা সংক্রমণের। সেই কারণেই আগামিদিনের কথা ভেবে জম্মু-কাস্মীরের বারামুল্লায় সরকারি মেডিক্যাল কলেজে তৈরি করা হল আইসোলেশন বিভাগ। এখানে ভেন্টিলেটর সাপোর্টের ব্যবস্থাও থাকবে। এখানে আপাতত একযোগে ৬২ জন রোগীর চিকিৎসা হতে পারবে।
J&K | Government Medical College (GMC) became the first hospital in Baramulla to have its own isolation facility with ventilator support
The facility can admit 62 patients: Bhupinder Kumar, Deputy Commissioner, Baramulla (16.06.21) pic.twitter.com/msR9Hm5u3P
— ANI (@ANI) June 17, 2021
অনুমোদন মিলেছিল আগেই, তবে পরীক্ষামূলকভাবে প্রয়োগ চলছিল হায়দরাবাদেই। তবে এ বার শুধু হায়দরাবাদই নয়, দেশের আরও নয়টি শহরে পাওয়া যাবে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি (Sputnik-V)। জানা গিয়েছে, বেঙ্গালুরু, মুম্বই, কলকাতা, দিল্লি, চেন্নাই, বিশাখাপত্তনম, বাদ্দি, কোলাপুর ও মিরালাগুডায় এই ভ্যাকসিন পাঠানো হয়েছে। তবে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ ডঃ রেড্ডিস ল্যাবের তরফে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনটি আত্মপ্রকাশ না করায় আপাতত কো-উইনে নাম নথিভুক্ত করে স্পুটনিক-ভি নেওয়া যাবে না। তবে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং মাথা পিছু দুটি ডোজ় বরাদ্দ করার জন্যও যথাযথ প্রচেষ্টা চালানো হচ্ছে।
বিস্তারিত পড়ুন: কলকাতা সহ ৯ শহরে হাজির স্পুটনিক-ভি, কবে থেকে শুরু হবে টিকাকরণ, জানাল সংস্থা
রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ায় আজ থেকে আংশিকভাবে আনলক হচ্ছে কেরল। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান সকাল সাতটা থেকে সন্ধে সাতটা অবধি খোলা থাকবে, আংশিকভাবে চলবে গণপরিবহনও। তবে সপ্তাহ শেষে লকডাউন এখনও জারি থাকবে।
#COVID19 | Kerala unlocks in graded manner from today after decline in daily-reported cases, however, complete lockdown will continue on weekends
Public transport to operate partially, shops selling essential goods to remain open from 7am-7pm from today
Visuals from Trivandrum pic.twitter.com/8DhbHBnHU4
— ANI (@ANI) June 17, 2021
বর্তমানে দেশ টিকাসঙ্কট দেখা দিলেও আগামিদিনে স্বল্প খরচে, কার্যকরী ভ্যাকসিনের জন্য ভারতের উপরই নির্ভর করবে গোটা বিশ্ব, এমনটাই ধারণা কেন্দ্রের কোভিড ওয়ার্কিং গ্রুপের প্রধান ডঃ এনকে অরোরার।
বিস্তারিত পড়ুন: ‘টিকার জন্য ভারতের উপরই নির্ভর করবে গোটা বিশ্ব’, আশাবাদী কোভিড কমিটির প্রধান