Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ্যে সুস্থতার হার ৯৭ শতাংশ, শেষ ২৮ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৩ হাজার, দেখুন জেলার ছবিটা কেমন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১৮৭জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৬৪ জনের।

রাজ্যে সুস্থতার হার ৯৭ শতাংশ, শেষ ২৮ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৩ হাজার, দেখুন জেলার ছবিটা কেমন
নিম্নমুখী করোনা সংক্রমণ ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Jun 17, 2021 | 11:22 PM

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ এককথায় নিম্নমুখী। রাজ্যের মঙ্গলবারের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে সাড়ে ৩ হাজারে। দৈনিক মৃত্যুও কমছে। তবে স্বস্তি দিচ্ছে পজিটিভিটির কমতে থাকা হার। যা প্রায় সাড়ে ৫ শতাংশে নেমে এসেছে।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১৮৭জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৬৪ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৬৯। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ৯২১ জন বেড়েছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৭৩ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৫ হাজার ৬৭১ টি নমুনা পরীক্ষা হয়েছে।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৬৩। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। বুধবার-১, বৃহস্পতিবার- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। বুধবার-০, বৃহস্পতিবার- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২১ জন। বুধবার-৮, বৃহস্পতিবার- ৩।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। বুধবার-০, বৃহস্পতিবার- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২১। বুধবার-৭, বৃহস্পতিবার- ২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। বুধবার-১, বৃহস্পতিবার- ৫।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। বুধবার-১, বৃহস্পতিবার- ০।

মালদহ– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। বুধবার-১, বৃহস্পতিবার- ০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। বুধবার-১, বৃহস্পতিবার- ০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৭ জন। বুধবার-৮, বৃহস্পতিবার- ৪।

বীরভূম– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। বুধবার-১, বৃহস্পতিবার- ১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। বুধবার-১, বৃহস্পতিবার- ০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। বুধবার-১, বৃহস্পতিবার- ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। বুধবার-০, বৃহস্পতিবার- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। বুধবার-২, বৃহস্পতিবার- ২।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৭ জন। বুধবার-০, বৃহস্পতিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। বুধবার-২, বৃহস্পতিবার-২।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। বুধবার-০, বৃহস্পতিবার-১।

হাওড়া– গতকাল আক্রান্ত ২০২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৭ জন। বুধবার-২, বৃহস্পতিবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ১৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৯ জন। বুধবার-১, বৃহস্পতিবার-৬।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৭ জন। বুধবার-১৭, বৃহস্পতিবার-১৭।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৯ জন। বুধবার-১, বৃহস্পতিবার-৮।

কলকাতা– গতকাল আক্রান্ত ৩৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫৮ জন। বুধবার-১৩, বৃহস্পতিবার-১১।