দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলেও ফের বাড়ছে মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ৯১১ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ৪৫৯ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০-এ, এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৮ লক্ষ ৮৮ হাজার ২৮৪ জন। দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৯৩৯ । বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৮ হাজার ৭২৭। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
পর্যটন অবশ্যই থাকবে, কিন্তু নিয়ম মেনে না চললেই ছড়াতে পারে সংক্রমণ। সতর্ক করলেন নীতি আয়োগের সদস্য ড. ভিকে পাল। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গার ছবি সামনে আসছে। বিশেষ সিমলা বা মানালির মতো জায়গায় দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়। এই দৃশ্য দেখেই উদ্বিগ্ন কেন্দ্র। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভিকে পাল বলেন, ‘ভিড়ের মধ্যে সবসময়ই সংক্রমণের আশঙ্কা বেশি। ভয় এটাই যে পর্যটকরা ফিরে এসে অন্যদের সংক্রামিত করবেন।’
বিস্তারিত পড়ুন: ‘ফিরে এসে সংক্রামিত করবেন অন্যদের’, পর্যটকদের নিয়েই মাথা ব্যাথা কেন্দ্রের
ক্রমশ বাড়ছে ডেল্টার দাপট। সংক্রমণের ভয়ে ঘরবন্দি হতে হয়েছিল আগেই, এ বার আরও কড়া হল বিধিনিষেধ। অতি সংক্রামক ডেল্টা ভ্য়ারিয়েন্ট(Delta Variant)-র দাপটে অস্ট্রেলিয়ার সিডনি(Sydney)-তে শুক্রবার থেকে আরও কঠোর হল করোনা বিধিনিষেধ।
বিস্তারিত পড়ুন: ‘দয়া করে বাড়িতেই থাকুন’, ডেল্টার দাপটে আরও কঠোর লকডাউন সিডনিতে
We need to continue to take all precautions. In the United Kingdom, Russia and Bangladesh have seen a resurgence of COVID19 cases: Ministry of Health pic.twitter.com/qas1Ag6fD0
— ANI (@ANI) July 9, 2021
করোনার দ্বিতীয় তরঙ্গে সবথেকে ভয়ঙ্কর আকার ধারণ করেছে অক্সিজেনের (Oxygen) অভাব। দেশের সব রাজ্যেই দেখা গিয়েছে সেই ছবি। প্রাণবায়ুর অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা আতঙ্ক তৈরি করেছে। দ্বিতীয় ঢেউ কিছুটা প্রশমিত হলেও করোনা এখনও পরাস্ত হয়নি। তাই আজ, শুক্রবার করোনা সংক্রান্ত পর্যালোচনায় অক্সিজেনের বিষয়টাকেই বেশি গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অক্সিজেন প্লান্ট তৈরির কাজ কতদূর এগোল, সে ব্যাপারে খোঁজখবর নিলেন তিনি। দেশ জুড়ে তৈরি হচ্ছে ১৫০০ অক্সিজেন প্লান্ট।
বিস্তারিত পড়ুন: ১৫০০ অক্সিজেন প্লান্টের কাজ দ্রুত শেষ করতে হবে, বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর
চলতি বছরের শেষভাগের মধ্যেই দেশের সমস্ত নাগরিকের টিকাকরণের লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র। বিরোধীরা এই লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে সন্দিহান হলেও টিকাকরণের জাতীয় বিশেষজ্ঞ দলের প্রধান ডঃ এনকে অরোরার মতে, কেন্দ্র নির্দিষ্ট সময়ের মধ্যেই সকলকে করোনা টিকা দিতে সফল হবে।
বিস্তারিত পড়ুন: ডিসেম্বরের মধ্যেই কি সকল প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্ভব? কোন পথে এগোলে মিলবে সমাধান?
নির্দিষ্ট সময়ের আগেই আছড়ে পড়তে চলেছে তৃতীয় ঢেউ? নাকি যাওয়ার পথে দ্বিতীয় ঢেউ ফের একবার খেল দেখাচ্ছে মহারাষ্ট্র, কেরলে? মূলত ছয় রাজ্য়ের করোনা-গ্রাফ নিয়েই সংশয় তৈরি হয়েছে। মহারাষ্ট্র, কেরলে ফের বাড়ছে সংক্রমণের হার। লকডাউন উঠতেই ফের একবার উর্ধ্বমুখী করোনা গ্রাফ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, মোট ৯০ টি জেলা থেকে দেশের ৮০ শতাংশ দৈনিক সংক্রমণ হচ্ছে। এরমধ্যে মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অসম, কর্নাটকেই সংক্রমণ বেশি। চিন্তা রয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি নিয়েও।
অন্তত ৭০ জেলায় পজিটিভিটি রেট বা আক্রান্তের হার ১০ শতাংশের বেশি। কেবল মাত্র জুলাই মাসেই কেরলে ১ হাজারের বেশি মৃত্যু হয়েছে, সেখানেও পজিটিভিটি রেট ১০ শতাংশ। ১০ দিনেই সক্রিয় রোগীর সংখ্যা ১২ হাজার বেড়েছে কেরলে।
করোনার বিধিনিষেধ শিথিল হতেই পর্যটকদের ভিড় এ বার দেখা গেল গ্যাংটকেও। পর্যটকদের আনাগোনা বাড়ায় হোটেল মালিক ও পর্যটক সংস্থাগুলি খুশি হলেও সামাজিক দূরত্ববিধি, মাস্ক পড়ার মতো সাধারণ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় সংক্রমণ ফের বাড়তে পারে বলে আশঙ্কা।
Sikkim | Gangtok sees surge in tourist inflow
Tourists have started visiting the state in good numbers. If everything goes fine, in coming weeks, govt will give more relaxation for revival of tourism & economy: Kapil Meena, Additional Secretary, Tourism & Civil Aviation (08.07) pic.twitter.com/QFnXpSB4nv
— ANI (@ANI) July 9, 2021
সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের সঙ্গে প্রথম দিনের বৈঠকেই করোনা নিয়ে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আক্রান্তের সংখ্যা কমলেও সংক্রমণ নিয়ে যেন হেলাফেলা না করা হয়, সেই বিষয়েও সতর্ক করেন নতুন মন্ত্রীদের। এ বার তিনি দেশে কত পরিমাণ অক্সিজেন মজুত রয়েছে এবং দ্বিতীয় ঢেউয়ের পর কতই বা উৎপাদন বেড়েছে, তা খতিয়ে দেখবেন।
বিস্তারিত পড়ুন: মন্ত্রিসভায় ‘করোনা টোটকা’র পর আজ রিভিউ বৈঠক, অক্সিজেনের হালহকিকত যাচাই করবেন নমো
বিনা নোটিসেই আচমকা বন্ধ মুম্বইয়ের জাম্বো টিকাকরণ সেন্টার। এ দিন টিকাকরণ সেন্টার বন্ধ থাকবে বলে একটি মেসেজ পাঠানো হয়েছে নাম নথিভুক্ত করা ব্যক্তিদের কাছে। যাদের এ দিন টিকা নেওয়ার কথা ছিল, তাদের সোমবার আসতে বলা হয়েছে।
Maharashtra | BKC Jumbo Vaccination Centre in Mumbai stays shut for the day. A local says, "I received a message that the centre will be closed today, have been asked to come on Monday. I had come here a few days ago as well, but didn't get vaccinated." pic.twitter.com/TEQ0JzTaEj
— ANI (@ANI) July 9, 2021
তৃতীয় ঢেউ আছড়ে পড়ার অপেক্ষা নয়, তার আগেই দেশে ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু করা হবে। বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন টিকার উপর জাতীয় বিশেষজ্ঞ দলের প্রধান ডঃ এনকে অরোরা। জাইডাস ক্যাডিলার হাত ধরেই আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এই টিকাকরণ।
বিস্তারিত পড়ুন: এ বার করোনা টিকা পাবে ১২ থেকে ১৮ বছর বয়সীরাও, কবে থেকে শুরু হচ্ছে টিকাকরণ?