CPIM: রোজ রাত ৯টা থেকে সাড়ে ৯টা ফোন সুইচ অফ রাখতে বলছে CPI(M), কেন?
CPIM: রোজ রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মোবাইল ফোন সুইচ অফ রাখার আর্জি জানিয়েছে সিপিআইএম। প্রতিদিন আধ ঘণ্টার জন্য ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতে বলা হচ্ছে।

নয়া দিল্লি: রাত ৯টা থেকে সাড়ে ৯টা মোবাইল ফোন সুইচ অফ রাখতে বলছে সিপিআই(এম)। নির্দিষ্ট কোনও একদিন নয়, প্রতিদিনই এই কাজ করতে আর্জি জানিয়েছে সিপিআইএম। কেন হঠাৎ এই আর্জি?
যুদ্ধ বিধ্বস্ত মানুষদের জন্য এই আর্জি সিপিআইএমের। এই প্রচারের নাম দেওয়া হয়েছে ‘সাইলেন্স ফর গাজা’। প্যালেস্তাইনের মানুষদের পাশে দাঁড়াতে রোজ রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মোবাইল ফোন সুইচ অফ রাখার আর্জি জানিয়েছে।
এই ডিজিটাল রেজিস্ট্যান্সের আর্জি জানিয়ে সিপিআই(এম)-র তরফে বলা হয়েছে, এই সময়ে যেন কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেন বা লাইক-কমেন্ট না করেন। ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই সিপিআই(এম)-র দাবি, এই অভিযানের মাধ্যমে বার্তা দেওয়া হবে যে যুদ্ধাপরাধের বিরুদ্ধে কণ্ঠ রোধ করা যাবে না।
সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের প্রকাশিত একটি রিপোর্ট তুলে ধরে সিপিআই(এম)-র দাবি, একাধিক মাল্টি-ন্যাশনাল কর্পোরেশন গাজায় ইজরায়েলের নৃশংস অত্যাচার চালাতে মদত দিয়েছে। এই সংস্থাগুলির মুখোশ খুলে দেওয়ার দাবি জানিয়েছে তারা। সেই কারণেই প্রতিদিন আধ ঘণ্টার জন্য ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতে বলা হচ্ছে মোবাইল ফোন সুইচ অফ করে। দলের দাবি, ছোট হলেও এটি অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস গোষ্ঠী ইজরায়েলের উপরে হামলা চালানোর পর প্যালেস্তাইনের উপরে পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। মূল নিশানা হয়ে ওঠে গাজা। প্রায় দেড় বছর ধরে চলা এই সংঘাতে এখনও পর্যন্ত ৫৭ হাজারেরও বেশি প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে বলে গাজা স্বাস্থ্য মন্ত্রকের দাবি। প্রায় ২০ লক্ষ মানুষ ঘরছাড়া। দুর্ভিক্ষ চরমে পৌঁছেছে সেখানে।





