Cyclone Biparjoy: ‘বিপর্যয়’-এর ‘ট্রেলারে’ই তছনছ গুজরাট উপকূল, তড়িঘড়ি বৈঠকে অমিত শাহ

Biparjoy: 'বিপর্যয়' মোকাবিলায় মনসুখ মাণ্ডব্য সহ ৫ কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যে গুজরাটের সম্ভাব্য বিপর্যয়-বিধ্বস্ত এলাকাগুলিতে পৌঁছেছেন। তাঁরা ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখছেন।

Cyclone Biparjoy: 'বিপর্যয়'-এর 'ট্রেলারে'ই তছনছ গুজরাট উপকূল, তড়িঘড়ি বৈঠকে অমিত শাহ
ঘূর্ণিঝড় 'বিপর্যয়ে'র জেরে উত্তাল মুম্বইয়ের সমুদ্র। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 1:14 PM

আহমেদাবাদ: ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy) ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। যদিও ল্যান্ডফলের এখনও একদিন দেরি রয়েছে। সোমবার থেকেই ফুঁসতে শুরু করেছিল আরব সাগর। আরও উত্তাল হয়ে উঠেছে মঙ্গলবার। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে গুজরাট-সহ রাজস্থানেও। বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। ‘বিপর্যয়’ আসার আগেই ইতিমধ্যে ঝোড়ো হাওয়ার দাপটে গুজরাটে (Gujarat) কয়েকজনের মৃত্যু হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের অন্যত্র নিরাপদ স্থানে সরানো হচ্ছে। সামগ্রিক বিষয়টি নিয়ে তদারকি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং (PM Narendra Modi)। সূত্রের খবর, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন এবং বিপর্যয় মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

‘বিপর্যয়’ এর অবস্থান কোথায়?

মৌসম ভবন সূত্রে খবর, মঙ্গলবার ভোরে পোরবন্দরের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এটি ধীরে-ধীরে সৌরাষ্ট্র ও কচ্ছ্ব উপকূল এবং সংলগ্ন পাকিস্তানের জাখাউ বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে।

‘বিপর্যয়’ এর তীব্রতা

আগামী ১৫ জুন, বৃহস্পতিবার দুপুরের মধ্যে গুজরাটের কচ্ছ্ব উপকূল ও পাকিস্তান উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। সোমবার থেকেই ‘বিপর্যয়’ এর প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। কচ্ছ্ব, জামনগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর, রাজকোট এবং দ্বারকা-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে এ দিন হলুদ ও সবুজ সতর্কতা জারি হয়েছে। ‘বিপর্যয়’ এর প্রভাবে রাজস্থানেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। মহারাষ্ট্র, গোয়া, দমন-দিউতেও কিছুটা প্রভাব পড়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলায় হাই অ্যালার্ট জারি হয়েছে।

‘বিপর্যয়’ এর প্রভাবে মৃত্যু

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে সোমবার থেকেই ঝোড়ো হাওয়া শুরু হয়েছে গুজরাটের উপকূলবর্তী এলাকায়। তীব্র হাওয়ার দাপটে গাছ পড়ে ইতিমধ্যে গুজরাটে ২ শিশু সহ ৪ জনের মৃত্যু হয়েছে।

প্রশাসনিক পদক্ষেপ

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবিলায় ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে নৌসেনা থেকে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে। কেবল গুজরাট ও দিউ-তে NDRF-এর ১৮টি দল নামানো হৃয়েছে। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে।

কতজনকে সরানো হয়েছে?

সোমবার রাত পর্যন্ত গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলি থেকে ১০ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

কেন্দ্রের পদক্ষেপ

‘বিপর্যয়’ মোকাবিলার পরিস্থিতি জানতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড় মোকাবিলায় সবরকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি। ‘বিপর্যয়’ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে এদিন দুপুরে গুজরাটের মুখ্যমন্ত্রী সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, মনসুখ মাণ্ডব্য সহ ৫ কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যে গুজরাটের সম্ভাব্য বিপর্যয়-বিধ্বস্ত এলাকাগুলিতে পৌঁছেছেন। তাঁরা ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখছেন।

ট্রেন বাতিল

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাব সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে গুজরাট সহ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বহু ট্রেন বাতিল করা হয়েছে। এখনও পর্যন্ত পশ্চিম রেলওয়ে ৬৭টি ট্রেন বাতিল করেছে।