শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মান্দাস। তার প্রভাবে, চেন্নাই উপকূলে বিরাট বিরাট ঢেউ আছড়ে পড়তে দেখা গিয়েছে।
ঘূর্ণিঝড় মান্দাসের কারণে পুদুচেরিতে সমুদ্রের ঢেউয়ে ভেসে গিয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি।
স্থলভাগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আগে, চেন্নাই সমুদ্র উপকূলে নোঙর করা হয়েছে সমস্ত মাছ ধরার নৌকা।
ঘূর্ণিঝড় মান্দাসের ল্যান্ডফলের আগে চেন্নাইয়ে সমুদ্র উপকূলে বিশাল বিশাল ঢেউয়ের ছবি তুলছেন পর্যটকরা।
ঘূর্ণিঝড় মান্দাসের মোকাবিলায় তৈরি লাইফগার্ডরা। চেন্নাইতে এক লাইফগার্ডকে সমুদ্রের তীর ধরে হাঁটতে দেখা যাচ্ছে।
ঘূর্ণিঝড় মান্দাসের ল্যান্ডফলের আগে, চেন্নাইয়ে সমুদ্র উপকূল থেকে মাছ ধরার নৌকাগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
সমুদ্র উপকূলে বিশাল সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ার মধ্যে হেঁটে চলেছে কয়েকজন যুবতী।
সন্ধ্যা সাড়ে ছটায় তোলা স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে এখনও বঙ্গোপসাগরের উপরেই আছে ঘূর্ণিঝড় মান্দাস।
মেরিনা সমুদ্র সৈকতে বিশেষভাবে সক্ষমদের জন্য মাত্র এক সপ্তাহ আগেই ১.১৫ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল কাঠের র্যাম্প। ঝড়ের দাপটে র্যাম্পটি গোড়া থেকে উপরে গিয়েছে।
যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি আছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।