Telangna: দেবীমূর্তির পায়ের কাছে নরমুণ্ড! তবে কি নরবলি? চাঞ্চল্য মন্দিরে

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jan 10, 2022 | 9:17 PM

homicide: পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাদের অনুমান এই ঘটনার সঙ্গে নরবলির কোন যোগাযোগ নেই। নরমুণ্ড থেকে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

Telangna: দেবীমূর্তির পায়ের কাছে নরমুণ্ড! তবে কি নরবলি? চাঞ্চল্য মন্দিরে
ছবি: টুইটার

Follow Us

তেলেঙ্গানা: প্রাচীনকালে নিজেদের বাসনা পূর্ণ করার লক্ষ্যে দেব দেবীর কাছে বলির প্রচলন ছিল। বলি হিসেবে কখনো কোন পশু বা ফল-ফলাদি পূজ্য দেবতার কাছে অর্পণ করা হত। অনেক ক্ষেত্রেই কুসংস্কারাচ্ছন্ন হয়ে দেবতা নিজের মনস্কামনা পূরণ করার লক্ষ্যে দেবতার কাছে নরবলির বিস্তর অভিযোগ উঠেছে। দেবতার কাছে পশুবলি চল বর্তমানে কমে এসেছে। হালফিলে নরবলির কথা খুব একটা শুনতে পাওয়া যায় না। তবে তেলেঙ্গানার এক হাড়হিম করা ছবি সামনে আসায়, নরবলির জল্পনা জোরালো হয়েছে।

তেলেঙ্গানার নালগণ্ডা মন্দিরে দৃশ্য দেখে ভয়ে শিউরে উঠেছেন অনেকে। দেবীমুর্তির পায়ের কাছে রয়েছে সদ্য কাটা এক নরমুণ্ড! প্রতিদিনকার মতই সোমবার সকালে মন্দিরে পুজো দিতে এসেছিলেন পুরোহিত। পুজো দিতে এসেছি মাতৃমূর্তির পায়ের কাছে শব্দ কেটে রাখা রক্তাক্ত নরমুণ্ড দেখে চোখ কপালে ওঠে পুরোহিতের। ঘটনার কথা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই আশেপাশের লোকজন জড়ো হয় মন্দির প্রাঙ্গণে। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই দৃশ্য দেখে অনেকেই নরবলির কথা বললেও সেই সম্ভাবনায় জল ঢেলেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাদের অনুমান এই ঘটনার সঙ্গে নরবলির কোন যোগাযোগ নেই। নরমুণ্ড থেকে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। অন্য কোথাও এই ব্যক্তিকে হত্যা করে তার মাথা মন্দিরে ফেলে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে মন্দির থেকে রক্তের কোনও দাগ মেলেনি। মৃতদেহ উদ্ধারের জন্য আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেহ উদ্ধারের পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টাও করছে পুলিশ।

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন এই ঘটনার তদন্ত ভাগ ৫ সদস্যের এক বিশেষ তদন্তকারী দলের উপর দেওয়া হয়েছে। বিভিন্ন সোর্স মারফত খুনের কারণ এবং এই নিশংস খুনের ঘটনায় অপরাধীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের আশা খুব দ্রুতই অপরাধী ধরা পড়বে।

আরও পড়ুন : Booster Dose: সোমবার থেকে শুরু বুস্টার ডোজ়, গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানুন

আরও পড়ুন: COVID Camp: ৩১ পূণ্যার্থী পজিটিভ! গঙ্গাসাগরমুখীদের সংক্রমণে সিঁদুরে মেঘ দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা

আরও পড়ুন: Elephant Foray: ঘুম ভাঙল বিকট আওয়াজে, মুহূর্তের মধ্যে বাড়িঘর তছনছ, প্রাণ বাঁচাতে দৌড় দম্পতির!

Next Article