Afghanistan আফগানিস্তানে জোরালো ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি-সহ গোটা উত্তর ভারত

Earthquake in Afghanistan: বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, দিল্লি রাজধানী এলাকা-সহ উত্তর ভারতের এক বিস্তীর্ণ অংশ। ভূমিকম্পটির উৎসস্থল ছিল আফগানিস্তান।

Afghanistan আফগানিস্তানে জোরালো ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি-সহ গোটা উত্তর ভারত
ভূমিকম্পটির উৎসস্থল ছিল আফগানিস্তান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 9:08 PM

নয়া দিল্লি: বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, দিল্লি রাজধানী এলাকা-সহ উত্তর ভারতের এক বিস্তীর্ণ অংশ। সন্ধ্যা ৭টা বেজে ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভূমিকম্পটির উৎসস্থল ছিল আফগানিস্তান। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়ে ৫.৯। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাটি থেকে ২০০ কিলোমিটার নিচে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। সংবাদ সংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। অন্যদিকে ইসলামাবাদ, উত্তর-পশ্চিম পাকিস্তানের একটা বড় অংশ এবং নয়া দিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এখনও পর্যন্ত কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, অফগানিস্তানের ফয়জাবাদ শহর থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণে ছিল এই ভূমিকম্পের এপিসেন্টার। এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার কেঁপে উঠল দিল্লি। এর আগে রবিবার ভোরে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল নয়া দিল্লিতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস জানিয়েছিল, রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮। তার আগে ১২ নভেম্বরও দিল্লি রাজধানী এলাকা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছিল। এনসিএস জানিয়েছিল, ওই দিন ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। ওইদিন ভূমিকম্পের উৎস ছিল নেপাল। মাটির নিচে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সৃষ্টি হয়েছিল।