Arvind Kejriwal: দেশের উন্নতি না মেরুকরণের রাজনীতি? টাকায় ‘লক্ষ্মী-গণেশের ছবি’ ছাপানোর দাবি তুললেন কেজরী
God's Image on Currency: নিজের দাবির স্বপক্ষে যুক্তিও সাজান কেজরীবাল। ইন্দোনেশিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, "একটা মুসলিম দেশের মুদ্রায় শ্রী গণেশের ছবি ছাপানো। যদি ইন্দোনেশিয়া পারে, তবে আমরা পারব না কেন? নতুন মুদ্রা লক্ষ্মী-গণেশের ছবি ছাপানো যায়।"
নয়া দিল্লি: টাকার নোটে ছাপানো হোক মা লক্ষ্মী ও গণেশের ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই আর্জি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। নতুন করে যে টাকার নোটগুলি ছাপানো হবে, তাতে এক পিঠে মহাত্মা গান্ধীর ছবি, অন্য পিঠে মা লক্ষ্মী ও গণেশের ছবি ছাপানোর আর্জি জানান তিনি। এই দাবির যুক্তি হিসাবে তিনি জানিয়েছেন, মুদ্রায় দেব-দেবীর ছবি থাকলে দেশের উন্নতি হবে।
এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানিয়েছেন দেশের মুদ্রায় যেন দেব-দেবীর ছবি ছাপানো হয়। তিনি বলেন, “অনেক সময় হাজারো প্রচেষ্টা করলেও, সেই প্রচেষ্টা সফল হয় না যদি দেব-দেবী আমাদের আশীর্বাদ না করেন। আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন জানাচ্ছি, ভারতীয় মুদ্রায় যেন মা লক্ষ্মী ও গণেশের ছবি ছাপানো হয়।”
নিজের দাবির স্বপক্ষে যুক্তিও সাজান কেজরীবাল। ইন্দোনেশিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, “একটা মুসলিম দেশের মুদ্রায় শ্রী গণেশের ছবি ছাপানো। যদি ইন্দোনেশিয়া পারে, তবে আমরা পারব না কেন? নতুন মুদ্রা লক্ষ্মী-গণেশের ছবি ছাপানো যায়।”
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার ২০ হাজার টাকার নোটে শ্রী গণেশের ছবি ছাপানো রয়েছে।
আম আদমি পার্টির প্রধান জানান, দু-একদিনের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেও এই বিষয়ে অনুরোধ জানাবেন। ডলারের সাপেক্ষে যেভাবে টাকার দামে পতন হচ্ছে, তাতে দেশের অর্থনীতি খুব দুর্বল একটি পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন।
আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালের এই দাবির পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, আসন্ন গুজরাট-হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগে এই দাবি জানিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। সেখানে মুদ্রায় কোনও একটি বিশেষ ধর্মের দেব-দেবীর ছবি থাকলে, তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হতে পারে। শুধু তাই নয়, কেজরীবাল বুদ্ধির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়ে তিনি আদতে প্রধানমন্ত্রীর কোর্টেই বল ঠেলে দিয়েছেন।
আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে, অরবিন্দ কেজরীবাল বলেন, “দিল্লির সিভিক নির্বাচন ও আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।”
দীপাবলির সময়ে যেখানে দিল্লি কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়, সেখানে চলতি বছরে দূষণের মাত্রা তুলনামূলকভাবে অনেকটাই কম হওয়ায়, অরবিন্দ কেজরীবাল এর জন্য দিল্লিবাসীকেই সাধুবাদ জানান। তিনি বলেন, “আমরা চাই দিল্লিকে সবথেকে বিশুদ্ধ বাতাসের শহরে পরিণত করতে।”