দিল্লি: হাতে মাত্র একদিনের সময়। করোনা ভ্যাকসিন পেতে ৫ ডিসেম্বর মধ্যরাতের মধ্যেই সরকারি ও বেসরকারি সকল স্বাস্থ্যকর্মী (Health workers)-দের তথ্য জমা করার নির্দেশ দিল দিল্লি সরকার (Delhi Government)।
আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আশ্বাস দিয়ে জানান, কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে পাওয়া যাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন (COVID-19 Vaccine)। এরপরই তোরজোর শুরু করে দিল দিল্লি সরকার। অক্টোবর মাসেই প্রতিটি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলিতে স্বাস্থ্যকর্মীদের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এখনও বহু সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের কর্মচারীদের নামই নথিভুক্ত করা হয়নি।
আজ সরকারের তরফে জানানো হয়েছে, সরকারি স্বাস্থ্যকর্মী যারা নিজেদের তথ্য এখনও জমা দেননি, তাদের রাজ্য স্বাস্থ্য মিশনের ওয়েবসাইট https://dshm.delhi.gov.in -এ নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। বেসরকারি স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য একই ওয়েবসাইটে লগ ইন-র আবেদন করতে হবে।
স্বাস্থ্যকর্মীদের মধ্যে রয়েছে অ্যালোপ্যাথি, দাতব্য হাসপাতাল, আয়ুষমন্ত্রক, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষাকেন্দ্র, ফিজিওথেরাপি ও রেডিওলজি ল্যাবের সমস্ত মেডিক্যাল, প্যারা-মেডিক্যাল, সহকারি কর্মচারী, নিরাপত্তারক্ষী, স্যানিটেশন কর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা।
আরও পড়ুন: নাগরোটা কাণ্ডে পাক যোগ প্রমাণে এনআইএ-র হাতে তুলে দেওয়া হল তদন্তভার
কেবল দিল্লি নয়, অন্যান্য রাজ্যগুলিতেও একই প্রক্রিয়ায় স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কয়েক সপ্তাহ আগেই সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়, ভারতে ভ্যাকসিন এলে অগ্রাধিকার পাবে দেশের এক কোটি স্বাস্থ্যকর্মী। তারপর ভ্যাকসিন দেওয়া হবে দুই কোটি প্রথমসারির করোনা যোদ্ধাদের এবং তারপর সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি, এমন ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে।
তবে ভ্যাকসিন হাতে পাওয়ার আগেই তা নিয়ে বিতর্কেরও শুরু হয়েছে। গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বলেন,”সরকার কখনওই সমস্ত দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার কথা বলেনি।” তার বক্তব্যের সমর্থনে আইসিএমআর (ICMR)-র ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব (Balaram Bhargav) বলেন,”আমাদের লক্ষ্য হল সংক্রমণের চেইনকে ভেঙে দেওয়া। যদি কিছুসংখ্যক ব্যক্তি, যাদের সংক্রামিত হওয়ার আশঙ্কা বেশি, তাদের ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়, তবে বাকিদের উপর ভ্যাকসিন প্রয়োগের প্রয়োজন নাও পড়তে পারে।”
আরও পড়ুন:কয়েক সপ্তাহের মধ্যেই মিলবে টিকা, এবার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
সরকারের এই ঘোষণার পরই দিল্লি সরকার জানায়, যদি ভ্যাকসিন প্রয়োগ সফল ও কার্যকর হয়, তবে সকল রাজ্যবাসীকেই ভ্যাকসিন দেওয়া হবে। তিন থেকে চার সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শেষ করার যাবতীয় প্রস্তুতিও নিয়ে রেখেছে রাজ্য সরকার।
করোনা সংক্রমণে বর্তমানে দিল্লির অবস্থা শোচনীয়। শীতের শুরুতেই করোনার দ্বিতীয় ঢেউয়ে (Second Wave of Coronavirus) সবথেকে বেশি সংখ্যক দিল্লিবাসীই করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ছয় লাখ মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। প্রাণ হারিয়েছেন ৯৪২৪জন ।
আরও পড়ুন: কৃষক আন্দোলনে উদ্বেগ প্রকাশ কানাডার প্রধানমন্ত্রীর! শমন পাঠাল কেন্দ্র