কয়েক সপ্তাহের মধ্যেই মিলবে টিকা, এবার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী বলেছেন, "বিশেষজ্ঞরা আশা করছেন সামনের কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আসবে করোনা প্রতিষেধক।"
নয়া দিল্লি: মুখ্যমন্ত্রীদের সঙ্গে গত বৈঠকে ভ্যাকসিনের দিনক্ষণ নিয়ে মৌন ছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। কবে ভ্যাকসিন আসতে পারে, সে বিষয়ে বিন্দুমাত্র বাক্য ব্যয় করেননি প্রধানমন্ত্রী। তবে, আজকের সর্বদলীয় বৈঠকে নিরাশ করলেন না নমো। নিজেই জানালেন, কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে চলে আসবে করোনা (COVID-19) প্রতিষেধক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন বৈঠকে বসেছিলেন ১২ টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। সেখানে নরেন্দ্র মোদী বলেছেন, “বিশেষজ্ঞরা আশা করছেন সামনের কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আসবে করোনা প্রতিষেধক।” এমনকি প্রধানমন্ত্রী এ বিষয়েও সাফ জানিয়ে দিয়েছেন, বিজ্ঞানীরা অনুমতি দিলেই যত তাড়াতাড়ি সম্ভব শুরু হবে টিকাকরণ।
শুধু তাই নয়, এদিন নরেন্দ্র মোদী জানান, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তায় কার্যকরী করোনা প্রতিষেধক তৈরি হতে পারে ভারতে। সারা বিশ্ব তাই ভারতের উপর নজর রেখেছে। গত সপ্তাহেই দেশের তিনটি ভ্যাকসিন হাবে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেরাম, জাইডাস ক্যাডিলা ও ভারত বায়োটেক ভ্যাকসিন হাবের কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখেছিলেন নমো।
আরও পড়ুন:বিশ্বকে সবচেয়ে সস্তা ও নিরাপদ টিকা দেবে ভারতই, সর্বদলীয় বৈঠকে বললেন মোদী
সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ও পরিষ্কার করে দেন যে প্রতিষেধক এলে স্বাস্থ্যকর্মীরাই প্রথমে পাবেন। তারপর আসতে আসতে বয়স্ক ব্যক্তিদের দেওয়া হবে। ভ্যাকসিনের দাম নিয়ে কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যের সঙ্গে কথা বলা শুরু করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। সর্বদলীয় বৈঠকে মোদী ছাড়াও সরকারের পক্ষে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Bardhan)-সহ বেশ কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রী। অন্য দল থেকে ছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বাকি শীর্ষ নেতারা।