Mahua Moitra: ‘সম্ভব নয়…’, মহুয়ার আর্জি শুনল না হাইকোর্ট, বাড়ল অস্বস্তি
Delhi High Court on Mahua Moitra Plea: এদিন মহুয়ার হয়ে সওয়ালকারী সমুদ্র সাড়ঙ্গীও আদালতের কাছে মহুয়ার দাবি সংক্রান্ত নানা নথি পেশ করেন। তাঁর যুক্তি, 'লোকপালে চলা শুনানিতে পেশ হওয়া একাধিক গোপন তথ্য নিশিকান্ত দুবে জনমানসের সামনে তুলে ধরেছেন। যা অবৈধ। তাই এই পরিস্থিতিতে কোনও ভাবেই পরবর্তী শুনানি হওয়া উচিত নয়।'

নয়াদিল্লি: কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। স্বস্তি পেলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে নতুন করে ‘তপ্ত’ জাতীয় রাজনীতি। আগামী ৬ অক্টোবর ভারতের লোকপালের কাছে রয়েছে অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের শুনানি। আর সেই শুনানিকে রুখতেই দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
আইনের খবর পরিবেশনকারী সংবাদমাধ্যম লাইভ ল-র প্রতিবেদন অনুুযায়ী, দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথ শঙ্করের ডিভিশন বেঞ্চে শুরু হয় শুনানি। কিন্তু মহুয়ার আবেদন মানতে পারে না আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, ‘মামলার এই পর্যায়ে এসে কোনও রকম স্থগিতাদেশ জারি করা হাইকোর্টের পক্ষে সম্ভব নয়। তবে সাংসদ তাঁর আবেদন নিয়ে লোকপালের কাছে দ্বারস্থ হতে পারেন।’
কিন্তু কোন ভিত্তিতে শুনানিতে স্থগিতাদেশ জারি করার আবেদন জানিয়েছেন মহুয়া? নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সাংসদের অভিযোগ, নিশিকান্ত দুবে সংবাদমাধ্যমের সামনে এই মামলা সংক্রান্ত নানা সংবেদনশীল নথি ও তথ্য় ফাঁস করেছেন। এদিন মহুয়ার হয়ে সওয়ালকারী সমুদ্র সাড়ঙ্গীও আদালতের কাছে মহুয়ার দাবি সংক্রান্ত নানা নথি পেশ করেন। তাঁর যুক্তি, ‘লোকপালে চলা শুনানিতে পেশ হওয়া একাধিক গোপন তথ্য নিশিকান্ত দুবে জনমানসের সামনে তুলে ধরেছেন। যা অবৈধ। তাই এই পরিস্থিতিতে কোনও ভাবেই পরবর্তী শুনানি হওয়া উচিত নয়।’
সম্প্রতি অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রকে নিয়ে লোকপালের কাছে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। সেই রিপোর্টে তুলে ধরা হয়েছিল ব্যবসায়ী দর্শন হিরানন্দানির প্রসঙ্গও। গতবছরই সিবিআইয়ের তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। তারপর বেশ কয়েক মাস পর জমা পড়ে রিপোর্ট।
