কাবুল: ঘড়ির কাঁটা ধরেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়া(Air India)-র বিমান। কিন্তু যাত্রাপথের মাঝেই আফগানিস্তান(Afghanistan)-র পরিস্থিতি আমূল পরিবর্তন হয়ে যাওয়ায় আকাশপথেই অনেকক্ষণ ঘুরপাক খেতে হল এয়ার ইন্ডিয়ার বিমানকে।
সকালে যখন এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল, সেই সময়ও কাবুলে (Kabul) প্রবেশ করেনি তালিবানিরা (Talibans)। তবে ২ ঘণ্টা ২০ মিনিটের উড়ানকালের মধ্যেই কাবুলে প্রবেশ করে তালিবান বাহিনী, যার জেরে কাবুলের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে কাবুলের আকাশেই ১০ বার পাক খায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ২৪৩। তালিবান হামলা থেকে রক্ষা পেতে বিমানের পাইলট ব়্যাডারও বন্ধ করে দিতে বাধ্য হন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ওই প্যাসেঞ্জার বিমানেই ভারতীয় কূটনীতিবিদ ও নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। কাবুলে ভারতীয় দূতাবাসে যে সমস্ত ভারতীয়রা আশ্রয় নিয়েছেন, তাদের এই বিমানেই আজ ফিরিয়ে আনা হবে।
কান্দাহার ও মাজার-ই-শরিফে যে ভারতীয় দূতাবাস রয়েছে, তা বিগত চার সপ্তাহ ধরেই স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে এবং দূতাবাসের কর্মীদের বিশেষ বিমানে করে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। দু’দিন আগেই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, কাবুলের দূতাবাস বন্ধ করা হবে না। কিন্তু বিগত এক সপ্তাহ ধরেই তালিবানরা যে হারে নিজেদের ক্ষমতা ও গতি বাড়িয়েছে, তাতে পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকা, ব্রিটেনের মতো দেশও। ইতিমধ্যেই মার্কিন ও ব্রিটিশ সরকার নিজেদের দেশের নাগরিকদের উদ্ধার করে নিয়ে আসছে। এ দিন দুপুরেই মার্কিন দূতাবাসের ছাদে হেলিকপ্টার নামতে দেখা যায়। দূতাবাসের যাবতীয় গোপন ও গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া অবধি, বর্তমানে কাবুল বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। আজ রাতের মধ্যেই দিল্লিতে এসে পৌঁছবে ওই বিমানটি। সপ্তাহে তিন দিন চলা এই বিমানটি আগামিদিনে চালু রাখা হবে কিনা, তা নিয়েও অনিশ্চতয়তা সৃষ্টি হয়েছে। এ দিন কাবুলগামী একটি চার্টার্ড ফ্লাইটও বাতিল করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
কাবুল দখল নেওয়ার পরই পদত্য়াগ করতে চলেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি (Ashraf Ghani), এমনটাই সূত্রের খবর। নতুন প্রেসিডেন্ট হতে পারেন তালিবানের অন্য়তম প্রতিষ্ঠাতা আব্দুল গনি বরাদর। ইতিমধ্য়েই তিনি কাবুল (Kabul) পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতি ভবনে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: পদত্যাগ করছেন ঘানি, আজই তালিবানের দখলে চলে যেতে পারে আফগানিস্তানের গদি