নয়া দিল্লি: জওহরলাল নেহরু ইউনিভার্সিটির (JNU) ক্যাম্পাসে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় একজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ধৃত জেএনইউয়ের ছাত্র নন। তিনি বহিরাগত। ধৃত অভিযোগকারীর মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। ডিসিপি সাউথ ওয়েস্ট ডিসট্রিক্ট গৌরব শর্মা জানিয়েছেন, পুলিশ মোবাইল ফোনটি উদ্ধার করেছে। অভিযোগ, জেএনইউ ক্যাম্পাসে গত ১৭ জানুয়ারি রাতে একদল যুবক বাইকে চেপে এসে এক পিএইচডির ছাত্রীর শ্লীলতাহানি করেন। সেই সময় একজন ওই ছাত্রীর মোবাইল ফোনটি ছিনিয়ে নেন।
We tracked the accused, Akshay in Munirka. Over 60 police personnel worked on the case: DCP southwest district Gaurav Sharma pic.twitter.com/0SBzKulssw
— ANI (@ANI) January 23, 2022
পুলিশ জানায়, এই ঘটনার পর বসন্ত কুঞ্জ থানায় একটি ফোন আসে। এরপরই তদন্তে নামেন ডিসিপি সাউথ ওয়েস্ট ডিসট্রিক্ট গৌরব শর্মা। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে যান বিরাট বাহিনী নিয়ে। এদিকে অভিযোগকারী ছাত্রীর চিৎকার শুনে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর মাঝে এতগুলো দিন কেটে গেলেও কেন একজনকেও গ্রেফতার করা গেল না তা নিয়ে নানা প্রশ্ন উঠছিল।
Delhi police arrested the person who allegedly molested a female Ph.D. student of JNU inside the university campus. The accused is not a student of JNU. He also ran away with her mobile phone. It was recovered by the police: DCP southwest district Gaurav Sharma https://t.co/ZvgUHDN2vA
— ANI (@ANI) January 23, 2022
এদিকে দিল্লির মহিলা কমিশনও এই ঘটনার রিপোর্ট তলব করে। ২৭ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়। জেএনইউয়ের মতো প্রতিষ্ঠানের ভিতরে ছাত্রীর এমন অভিযোগের পর স্বতঃপ্রণোদিত হয়েই মামলা করে তারা। মহিলা কমিশনের তরফে বলা হয়, যৌন হেনস্থা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে জিএসকেস (GSCASH) ভাল কাজ করত। যৌন হেনস্থা রুখতে এই কমিটি গঠন করা হয়েছিল একসময়। পরে সেই কমিটি ভেঙে দেওয়া হয়। এই কমিটি নিয়েও তথ্য চায় কমিশন। এই ধরনের ঘটনা রুখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে তাও জানতে চায় মহিলা কমিশন। অবশেষে সেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হল। এবার তদন্তে কিছুটা গতি আসবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: Kolkata Airport: প্রতিকূল আবহাওয়ায় রাচিগামী বিমান নামল কলকাতায়, চরম ভোগান্তিতে যাত্রীরা