আশার আলো রাজধানীতে, কমল সংক্রমণ, একদিনে মৃত্যুর পরিসংখ্যানেও স্বস্তি

দেশে সুস্থতার হার (Recovery Rate) বাড়ছে। ৮৫.৬ শতাংশ থেকে তা বেড়ে ৯০ শতাংশ হয়েছে।

আশার আলো রাজধানীতে, কমল সংক্রমণ, একদিনে মৃত্যুর পরিসংখ্যানেও স্বস্তি
ছবি পিটিআই।
Follow Us:
| Updated on: May 27, 2021 | 5:12 PM

নয়া দিল্লি: একটু একটু করে আশায় বুক বাঁধছে রাজধানী। বৃহস্পতিবার আরও কিছুটা কমল একদিনের সংক্রমণ। লাগাতার আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পর গত দু’দিনের সরকারি তথ্যে কিছুটা স্বস্তির আভাস। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭২ জন। মৃত্যু হয়েছে ১১৭ জনের। ৩০ মার্চের পর একদিনে সবচেয়ে কম সংখ্যক আক্রান্ত হয়েছেন রাজধানীতে। ৩০ মার্চ ৯৯২ জন কোভিড পজিটিভ হন এখানে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এদিন সংক্রমণের হার কমেছে ১.৫৩ শতাংশ। গত ২৪ মার্চের পর যা সর্বনিম্ন। ২৪ মার্চ সংক্রমণের হার ছিল ১.৫২ শতাংশ। এই সময় সুস্থ হয়েছে ৩ হাজার ৭২৫ জন। শহরে এখনও অবধি ১৪,২২,৫৪৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩,৮২,৩৫৯ জন। মৃত্যু হয়েছে ২৩,৮১২ জনের। সক্রিয় করোনার রোগীর হার কমেছে ১.১৫ শতাংশ। ৩০ শে মার্চের পর যা সর্বনিম্ন। ৩০ মার্চ এই হার ছিল ১.১২ শতাংশ। করোনায় রাজধানীতে মৃত্যুর হার ১.৬৭ শতাংশ।

নীতি আয়োগের সদস্য বিকে পাল জানান, দেশে একদিনে ১ কোটি ডোজ় দেওয়ার চেষ্টা করতে হবে। কয়েক সপ্তাহের মধ্যেই তা হয়ত সম্ভবও হবে। এখনও অবধি একদিনে ৪৩ লক্ষ ডোজ় দেওয়া সম্ভব হয়েছে। একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে এগিয়েই লক্ষ্যমাত্রা ছুঁতে হবে। অন্যদিকে এদিন কেন্দ্রীয় যুগ্ম স্বাস্থ্যসচিব লব আগরওয়াল জানান, দেশে সুস্থতার হার বাড়ছে। ৮৫.৬ শতাংশ থেকে তা বেড়ে ৯০ শতাংশ হয়েছে। একটা নিঃসন্দেহে একটা ভাল দিক।