Corona Cases Lockdown News: দিল্লিতে কমল সংক্রমণ, মৃত্যুর হারেও আশার আলো
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ওঠানামা করছে প্রতিদিন। মৃতের সংখ্যা চিন্তা বাড়ালেও আশা জোগাচ্ছে দৈনিক সুস্থতার হার।
দিল্লির ছবিটা একটু হলেও আশার আলো দেখাচ্ছে। বৃহস্পতিবার কিছুটা কমেছে সংক্রমণ। মৃত্যুর হারও ১৫ এপ্রিলের পর সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭২ জন। ১১৭ জনের মৃত্যু হয়েছে। ৩০ মার্চের পর একদিনে সবচেয়ে কম সংখ্যক আক্রান্ত হয়েছে বৃহস্পতিবার। অন্যদিকে ১৫ এপ্রিলের পর একদিনে সবচেয়ে কম মৃত্যু হল এদিন। গত ১৫ এপ্রিল ১১২ জন মারা গিয়েছিলেন করোনায়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। দেশে একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৮৩ হাজার ১৩৫ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৭৩ লক্ষ ৬৯ হাজার ৯৩-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪৬ লক্ষ ৩৩ হাজার ৯৫১ জন, মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১৫ হাজার ২৩৫ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৪ লক্ষ ১৯ হাজার ৯০৭।
চলতি মাসের শেষভাগ থেকেই দেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। গতকালও দেশে দুই লক্ষের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হন, মৃত্যু হয় চার হাজারেরও বেশি মানুষের। এ দিকে, আগামিদিনে সংক্রমণের তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে ইতিমধ্যেই বিদেশী ভ্যাকসিন আনার প্রস্তুতি চলছে। সূত্র অনুযায়ী, টিকা প্রস্তুতকারক সংস্থা ফাইজ়ার কেন্দ্রকে জানিয়েছে, তাদের তৈরি করোনা টিকা ১২ ও তার উর্ধ্ব শিশুদের উপর প্রয়োগ করা সম্ভব এবং ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় এক মাসেরও বেশি সময় অবধি সংরক্ষণ করা সম্ভব। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
LIVE NEWS & UPDATES
-
এবার ভারতের হাতে আসছে ফাইজ়ারের টিকা
করোনা (COVID-19) রুখতে টিকাকরণই একমাত্র হাতিয়ার। ইতিমধ্যেই কোভিশিল্ড, কোভ্যাক্সিনকে সঙ্গী করে কোভিডের বিরুদ্ধে লড়াই চলছে। এরই মধ্যে আশার ইঙ্গিত দিলেন নীতি আয়োগের সদস্য বিকে পাল। খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা ফাইজ়ারের ভ্যাকসিন। ফাইজ়ারের দাবি, তাদের টিকা ১২ বছর ও তার থেকে বেশি বয়সী সকলেই নিতে পারবেন। টিকা ২-৮ ডিগ্রিতে এক মাসের জন্য সংরক্ষিত করে রাখা যাবে।
বিস্তারিত পড়ুন: করোনা যুদ্ধে এবার ভারতের হাতে আসছে ফাইজ়ারের টিকা, জেনে নিন কবে মিলবে ভারতে
-
দিল্লিতে একদিনে আক্রান্ত ১০৭২, মৃত্যু ১১৭ জনের
একটু একটু করে আশায় বুক বাঁধছে রাজধানী। বৃহস্পতিবার আরও কিছুটা কমল একদিনের সংক্রমণ। লাগাতার আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পর গত দু’দিনের সরকারি তথ্যে কিছুটা স্বস্তির আভাস। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭২ জন। মৃত্যু হয়েছে ১১৭ জনের। ৩০ মার্চের পর একদিনে সবচেয়ে কম সংখ্যক আক্রান্ত হয়েছেন রাজধানীতে। ৩০ মার্চ ৯৯২ জন কোভিড পজিটিভ হন এখানে।
বিস্তারিত পড়ুন: আশার আলো রাজধানীতে, কমল সংক্রমণ, একদিনে মৃত্যুর পরিসংখ্যানেও স্বস্তি
-
-
বন্ধ সমস্ত কর্ম প্রতিষ্ঠান, ত্রিপুরায় কার্ফুর মেয়াদ বাড়ল ৫ জুন অবধি
রাজ্যে উর্ধ্বমুখী সংক্রমণকে নিয়ন্ত্রণে আরও বাড়ল কার্ফুর মেয়াদ। আগামী ৫ জুন অবধি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ও সমস্ত শহরাঞ্চলে “করোনা কার্ফু” (Corona Curfew) জারি থাকবে বলেই জানিয়েছে ত্রিপুরা সরকার। রাজ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই গত ১৭ মে থেকে আগতলায় করোনা কার্ফু জারি করা হয়। এছাড়াও রাজ্যজুড়ে ২৬ মে অবধি নৈশ কার্ফুও জারি ছিল। তবে সংক্রমণের হার এখনও নিয়ন্ত্রণে না আসায় মঙ্গলবার রাজ্যের সমস্ত মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে করোনা কার্ফুর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিস্তারিত পড়ুন: কমেনি করোনার দাপট, ৫ জুন অবধি ‘করোনা কার্ফু’র মেয়াদ বৃদ্ধির ঘোষণা ত্রিপুরা সরকারের
-
লুকিয়ে বিয়ের শাস্তি, লকডাউনে হওয়া শতাদিক বিয়েকে অবৈধ ঘোষণা মধ্য প্রদেশ সরকারের
সংক্রমণ নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে জারি করা হয়েছিল লকডাউন (Lockdown)। সমস্ত সামাজিক অনুষ্ঠানেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু রাজ্য সরকারের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে লুকিয়েই বিয়ে সেরেছিলেন শতাধিক দম্পতি। এ বার পাল্টা জবাব দিল প্রশাসনও। মধ্য প্রদেশ(Madhya Pradesh)-র একাধিক জেলা প্রশাসন জানাল, চলতি মাসে হওয়া সমস্ত বিয়েকে বাতিল ও অবৈধ বলে ঘোষণা করা হবে। দেওয়া হবে না বিয়ের শংসাপত্রও।
বিস্তারিত পড়ুন: লকডাউনে লুকিয়ে বিয়ে! শতাধিক দম্পতির বিয়েকে ‘অবৈধ’ ঘোষণা করবে রাজ্য সরকার
-
টিকাকেন্দ্রেই নাম নথিভুক্ত করার জন্য স্লট ফাঁকা রাখার নির্দেশ গুজরাট সরকারকে
টিকাকরণে দেরী হওয়ায় গুজরাট হাইকোর্ট(Gujarat High Court)-র তুমুল সমালোচনার মুখে পড়ল রাজ্য সরকার। আদালতের তরফে রাজ্যের টিকাকরণে দেরীর প্রসঙ্গে কটাক্ষ করে বলা হয়, “রাজ্য সরকার কি টিকা কিনতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসরণ করছে?” রাজ্যের করোনা পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে এর আগেও আদালতের সমালোচনার মুখে পড়েছিল রাজ্য সরকার। বুধবার টিকাকরণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে রাজ্য সরকারকে গুজরাট হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, তারা যেন ১০ থেকে ২০ শতাংশ স্লট স্পট রেজিস্ট্রেশন (Spot Registration)-র জন্য ফাঁকা রেখে দেয়। বিশেষ করে গ্রামাঞ্চলে যেখানে সাধারণ মানুষের কাছে ইন্টারনেটের সুবিধা নেই নিজেদের নাম নথিভুক্ত করার জন্য।
বিস্তারিত পড়ুন: ‘টিকা কিনতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসরণ করা হচ্ছে?’ হাইকোর্টের কড়া সমালোচনার মুখে গুজরাট সরকার
-
-
১২ উর্ধ্ব সকলকে টিকা দেওয়া যাবে, জানাল ফাইজ়ার
ভারতে দ্রুত ফাইজ়ার করোনা টিকা পাঠাতে আগ্রহী মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা। বিগত কয়েক সপ্তাহ ধরে ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে বলেও জানা গিয়েছে। বুধবার টিকা প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পিছনে দায়ী বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট রুখতেও কার্যকরী এই ভ্যাকসিন।
বিস্তারিত পড়ুন: ‘নয়া ভ্যারিয়েন্ট রুখতেও সফল’, ১২ উর্ধ্ব সকলের জন্য দ্রুত টিকা পাঠাতে আগ্রহী ফাইজ়ার
-
দেশে সুস্থতার হার পৌঁছল ৯০ শতাংশ
দেশে ক্রমশ বাড়ছে সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সুস্থতার হার ৯০.০১ শতাংশ। চলতি সপ্তাহে আক্রান্তের হার বা পজেটিভিটি রেট হল ১০.৯৩ শতাংশ এবং দৈনিক আক্রান্তের হার হল ৯.৭৯ শতাংশ।
Recovery rate increases to 90.01%. The weekly positivity rate is currently at 10.93%, daily positivity rate at 9.79%, less than 10% for 3 consecutive days: Union Health Ministry#COVID19
— ANI (@ANI) May 27, 2021
-
উহানের ল্যাব থেকেই কি ছড়িয়েছিল করোনাভাইরাস? ৯০ দিনের মধ্যে রিপোর্ট চাইলেন বাইডেন
করোনাভাইরাসের উৎপত্তি (Origin of COVID-19) কোথা থেকে হয়েছিল, মার্কিন গোয়েন্দাবাহিনীকে তা জেনে আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার এক বছর পার হয়ে গেলেও এর উৎপত্তি কোথা থেকে হয়েছিল, তা নিয়ে ধন্দ রয়েই গিয়েছে। সম্প্রতি একটি রিপোর্টে জানা যায়, সংক্রমণ ছড়িয়ে পড়ার দিনকয়েক আগেই চিনের উহান ল্যাবের কয়েকজন গবেষক অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হতে চান। এরপরই উহানের ওই ল্যাব থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সন্দেহ আরও জোরাল হয়। বুধবার মার্কিন প্রেসিডেন্ট দেশের গোয়েন্দা বাহিনীকে ৯০ দিনের মধ্যে করোনাভাইরাসের সঠিক উৎপত্তিস্থল জেনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।
বিস্তারিত পড়ুন: করোনার উৎপত্তি কোথায়? জল্পনায় ইতি টেনে ৯০ দিনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বাইডেনের
-
বি.১.৬১৭ ভ্যারিয়েন্টের ভয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম চালু করল ফ্রান্স
বিশ্বের নানা প্রান্তেই ভয় জাঁকিয়ে বসছে বি.১.৬১৭ ভ্যারিয়েন্টের। ভারতে প্রথম খোঁজ মেলা করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে, এই ভয়ে ব্রিটেন থেকে আগত সমস্ত যাত্রীর জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম চালু করল ফ্রান্স।মঙ্গলবারই অস্ট্রিয়ার তরফে ব্রিটেন ও জার্মানি থেকে সরাসরি সমস্ত উড়ান বাতিল করে দেওয়া হয়। সেই পথ অনুসরণ করেই ফ্রান্সের তরফেও বৃহস্পতিবার জানানো হয় যে ব্রিটেন থেকে আগত সমস্ত যাত্রীদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বিস্তারিত পড়ুন: ভয় দেখাচ্ছে বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট, যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম জারি করল ফ্রান্স
-
ইয়াসের চোখরাঙানি এড়িয়েই অক্সিজেন সরবরাহ সচল রাখল ওড়িশা
ইয়াস (Yaas)-র থেকেও প্রাধান্য বেশি পেল করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন। ঘূর্ণিঝড়ের দাপটেও কর্তব্যে অবিচল রইল ওড়িশা প্রশাসন। ওড়িশার অক্সিজেন প্ল্যান্ট থেকে ভিন রাজ্যে অক্সিজেন ট্যাঙ্কার পাঠানোর পাশাপাশি রাজ্যের বিভিন্ন হাসপাতালেও নির্দিষ্ট সময়েই পৌঁছে দেওয়া হল অক্সিজেন।
বিস্তারিত পড়ুন: ইয়াসের দাপটেও অবিচল ওড়িশা সরকার, ঝড়-বৃষ্টি সামলেই ভিন রাজ্যে পৌছে দেওয়া হল অক্সিজেন
-
হরিয়ানায় একদিনেই মৃত্যু ১০৬ করোনা রোগীর
হরিয়ানায় করোনা সংক্রমণে একদিনেই মৃত্যু হল ১০৬ জন করোনা রোগীর। রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৩১৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ৫৪৭৬ জনের। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩১ হাজার ৬৪৪।
Haryana reported 3138 new #COVID19 cases, 5476 recoveries and 106 deaths on Wednesday
Total cases 7,47,740Active cases 31,644 pic.twitter.com/C6lErByb64
— ANI (@ANI) May 26, 2021
-
অ্যান্টিবডি ককটেল প্রয়োগের পরদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অশীতিপর বৃদ্ধ
অ্যান্টিবডি ককটেল(Antibody Cocktail)-র জাদুতেই একদিনের মধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ৮২ বছরের বৃদ্ধ। হরিয়ানার মেদান্ত হাসপাতালের চেয়ারম্যান ডঃ নরেশ ত্রেহান বুধবার জানান, মঙ্গলবারই কো-মর্ডিবিটি যুক্ত ওই বৃদ্ধের দেহে অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করা হয়। এরপরই বুধবার তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যান।
বিস্তারিত পড়ুন: অ্যান্টিবডি ককটেলের ম্যাজিক! ২৪ ঘণ্টাতেই সুস্থ হলেন ৮২ বছরের করোনা আক্রান্ত
-
এক-দু’দিনেই মজুত টিকা শেষ হয়ে যেতে পারে ঝাড়খণ্ডে
করোনা টিকার ভাড়ার প্রায় শেষ। আগামী এক-দুদিনের মধ্যেই মজুত টিকা শেষ হয়ে যাবে বলে জানালেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা। তিনি জানান, রাজ্যে বর্তমানে সব বয়সসীমা মিলিয়ে মোট ৬.৫২ লক্ষ করোনা টিকা মজুত রয়েছে। কেন্দ্রের তরফে বিনা প্রমাণেই বলা হয়েছে যে রাজ্যে ৩৭ শতাংশ টিকা নষ্ট হয়েছে। কিন্তু আসলে মাত্র ৪.৬৫ শতাংশ টিকাই নষ্ট হয়েছে, যা বাকি রাজ্যগুলির তুলনায় অনেকটাই কম।
Our current stock of vaccines will be consumed in a day or two. We have the capacity of administering 4 lakh doses in a day: Banna Gupta, Jharkhand Health Minister (2/2)
— ANI (@ANI) May 27, 2021
-
রাহুল গান্ধীর টুইট ঘিরে বিতর্ক, শকুনের সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
কেন্দ্রের করোনা মোকাবিলা নিয়ে গত বছর থেকেই সমালোচনা করছেন রাহুল গান্ধী। সম্প্রতি ভারতে করোনায় মৃতের সংখ্যা নিয়ে একটি সংবাদপত্রের প্রতিবেদন শেয়ার করেন তিনি। আর এতেই বেজায় চটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন কংগ্রেসের এই রাজনীতিতে শকুনের সঙ্গে তুলনা করলেন।
বিস্তারিত পড়ুন: শকুনের সঙ্গে তুলনা, করোনায় মৃতের সংখ্যা নিয়ে রাহুলকে কড়া জবাব কেন্দ্রীয় মন্ত্রীর
-
কার্ফুর নিয়ম ভাঙার অপরাধে হাতে পায়ে পেরেক গেঁথে দেওয়ার অভিযোগ যোগীরাজ্যে
চলতি সপ্তাহেই করোনা কার্ফু অমান্য করায় এক কিশোরকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল যোগীরাজ্যের পুলিশের বিরুদ্ধে। বুধবার পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ আনলেন আরও এক ব্যক্তি। তাঁর অভিযোগ, কোভিড কার্ফুর নিয়ম ভঙ্গ করায় তাঁর হাতে পায়ে পেরেক গেঁথে দেওয়া হয়েছে। যদিও পুলিশ আধিকারিকরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
বিস্তারিত পড়ুন: হাতে-পায়ে গাঁথা পেরেক! কার্ফুর নিয়ম ভঙ্গে পুলিশি নৃশংসতার অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলে ওড়াল পুলিশ
-
করোনাযুদ্ধে সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ালেন রেডিয়ো জকি
গুজরাটের এক প্রাক্তন রেডিয়ো জকি সাধারণ মানুষের মধ্যে বিলি করলেন রেশন। তিনি জানান, রোজই চাল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে আমি বাড়ি থেকে বের হই। যাদের সঙ্গে কথা বলে জানতে পারি যে করোনা সংক্রমণের কারণে তাঁদের রোজগার বন্ধ হয়ে গিয়েছে বা অত্যন্ত কম হচ্ছে, তাঁদের রেশনটুকু দিয়ে সাহায্যের চেষ্টা করি।
Gujarat | Ashish, former radio jockey from Vadodara, is providing ration to people affected by the pandemic
"Each day, I put ration kits in car & drive around to talk to people. If they've low income in current times or are jobless, I give them the kit," he said (26.05) pic.twitter.com/IMHI4RN96m
— ANI (@ANI) May 27, 2021
Published On - May 27,2021 5:48 PM