ভয় দেখাচ্ছে বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট, যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম জারি করল ফ্রান্স
বি.১.৬১৭ ভ্যারিয়েন্টের প্রভাবেই ব্রিটেনে ফের একবার করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এখনও অবধি বিশ্বের মোট ১৭টি দেশে এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে।
প্যারিস: বিশ্বের নানা প্রান্তেই ভয় জাঁকিয়ে বসছে বি.১.৬১৭ ভ্যারিয়েন্টের। ভারতে প্রথম খোঁজ মেলা করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে, এই ভয়ে ব্রিটেন থেকে আগত সমস্ত যাত্রীর জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম চালু করল ফ্রান্স।
মঙ্গলবারই অস্ট্রিয়ার তরফে ব্রিটেন ও জার্মানি থেকে সরাসরি সমস্ত উড়ান বাতিল করে দেওয়া হয়। সেই পথ অনুসরণ করেই ফ্রান্সের তরফেও বৃহস্পতিবার জানানো হয় যে ব্রিটেন থেকে আগত সমস্ত যাত্রীদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই বিষয়ে সরকারি মুখপাত্র গ্যাব্রিয়েল অ্যাট্টাল বলেন, “ব্রিটেন থেকে আগত সমস্ত যাত্রীদের জন্য বাধ্যতামূলক আইসোলেশনের নিয়ম জারি করছে ফ্রান্স।”
বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ছাড়াও আগত সমস্ত যাত্রীকে ভ্রমণের সর্বাধিক ৪৮ ঘণ্টা আগে করানো করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্টও দেখাতে হবে। আগামী সোমবার থেকেই এই নতুন নিয়ম চালু হবে।
বি.১.৬১৭ ভ্যারিয়েন্টের প্রভাবেই ব্রিটেনে ফের একবার করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এখনও অবধি বিশ্বের মোট ১৭টি দেশে এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, গতবছরের করোনা সংক্রমণের ভয়ানক স্মৃতি থেকেই শিক্ষা নিয়েছে ফ্রান্স। সংক্রমণ বাড়তেই একাধিকবার লকডাউনও করা হয়েছে সেই দেশে। এ বার বি.১.৬১৭ ভ্যারিয়েন্টের ভয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম জারি করল ফ্রান্স।
আরও পড়ুন: করোনার উৎপত্তি কোথায়? জল্পনায় ইতি টেনে ৯০ দিনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বাইডেনের