Delhi Crime: ব্যাগ থেকে বেরিয়ে থাকা পায়ের অংশ দেখেই সন্দেহ, খুলতেই গড়িয়ে পড়ল গলাকাটা দেহ
Delhi Crime: শুক্রবার সকালেই অবশেষে খোঁজ পাওয়া গেল সেই ছাত্রের, তবে সুটকেস বন্দি অবস্থায়। ব্য়াগ খুলতেই বেরিয়ে এল গলা কাটা দেহ।
নয়া দিল্লি: কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, এই বলেই বাড়ি থেকে বেরিয়েছিল ১৭ বছরের কিশোর। রাত পার হয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় পুলিশের কাছে ছুটেছিলেন মা-বাবা।অপহরণের অভিযোগেরও দায়ের করা হয়েছিল। শুক্রবার সকালেই অবশেষে খোঁজ পাওয়া গেল সেই ছাত্রের, তবে সুটকেস বন্দি অবস্থায়। ব্য়াগ খুলতেই বেরিয়ে এল গলা কাটা দেহ। ঘটনাটি ঘটেছে নয়া দিল্লির মঙ্গলপুরী এলাকায়।
পুলিশের ডিএসপি জানিয়েছেন, মৃত ওই কিশোরের শনাক্তকরণের জন্য একাধিক দল গঠন করা হয়েছে। যেখান থেকে দেহটি উদ্ধার করা হয়েছে, তার আশেপাশের অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে ওই কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর মা-বাবা রাতেই দক্ষিণ রোহিণী থানায় অপহরণের অভিযোগও দায়ের করেন।
ইতিমধ্যেই ওই কিশোরের কল রেকর্ডও সংগ্রহ করা হচ্ছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। ওই তথ্য সূত্র ধরেই বিশাল তল্লাশি অভিযান চালিয়ে এক নাবালককেই আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। আশেপাশের থানাগুলিকেও সতর্ক করা হয়েছে। জানা গিয়েছে, রোহিণী সেক্টর-১ এর বাসিন্দা ছিল ওই কিশোর। বৃহস্পতিবার রাতে হঠাৎই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ফিরে আসার কথা বললেও, সারারাত তাঁর কোনও খোঁজ মেলেনি। কী কারণে ওই কিশোরকে খুন করা হয়েছে, তা এখনও জানা যায়নি।