Delhi Murder: কোলে বাচ্চা নিয়েই উর্ধ্বশ্বাসে ছুটছেন মহিলা, পিছনে ছুরি হাতে ‘সে’! সিসিটিভিতেই ধরা পড়ল নৃশংস ঘটনা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 22, 2022 | 12:32 PM

Delhi Murder: বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ দক্ষিণ দিল্লির সাগরপুর পুলিশ স্টেশনের পিসিআরে একটি ফোন আসে। জানানো হয়, এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Delhi Murder: কোলে বাচ্চা নিয়েই উর্ধ্বশ্বাসে ছুটছেন মহিলা, পিছনে ছুরি হাতে সে! সিসিটিভিতেই ধরা পড়ল নৃশংস ঘটনা
সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে গোটা ঘটনা।

Follow Us

নয়া দিল্লি: সামনে ছোট ছোট দুটি ছেলেমেয়ে, তাঁদের সামনেই খুন (Murder) করা হল মাকে। নৃশংস ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লিতে। মধ্যবয়সী ওই মহিলাকে খুন করার পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযোগ। পুলিশের তরফে ইতিমধ্যেই এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ(CCTV Footage)-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ খবর আসে যে মাঝরাস্তায় এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন এবং ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ দক্ষিণ দিল্লির সাগরপুর পুলিশ স্টেশনের পিসিআরে একটি ফোন আসে। জানানো হয়, এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, ইতিমধ্যেই পুলিশের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে, যেখানে দেখা যাচ্ছে ওই মহিলা তাঁর বাড়ির উদ্দেশে দৌড়চ্ছেন, কোলে ও পাশে দুই সন্তান রয়েছে। তাঁর পিছনে দৌড়চ্ছেন অভিযুক্ত ব্যক্তি। প্রায় দুপুর ২টো ১০ মিনিট নাগাদ ওই মহিলাকে কুপিয়ে খুন করে ওই ব্যক্তি। এরপরই তিনি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ওই মহিলা বাড়ি ফিরছিলেন, সেই সময়ই ওই ব্যক্তি তাঁকে ধাওয়া করেন। কিছুদূর এগিয়ে গিয়ে তাঁকে মাঝরাস্তাতেই ফেলে কুপিয়ে খুন করে ওই ব্যক্তি। জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি একসময়ে প্রতিবেশী ছিলেন। সম্প্রতিই ওই মহিলা নতুন বাড়িতে চলে এসেছিলেন। তবে কী কারণে ওই ব্যক্তি খুন করলেন, তা এখনও জানা যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

Next Article