Gurmeet Ram Rahim Singh: জেল থেকে প্যারোলে বেরিয়েই তরোয়াল হাতে খেল ‘ধর্ষক’ রাম রহিমের
Sword: রাম রহিমকে গ্রেফতার করা নিয়ে এর আগে উত্তাল হয়েছিল হরিয়ানা। আশ্রমের মধ্যে শিষ্যাদের ধর্ষণ, পর্ন তৈরির মতো একাধিক অভিযোগ ছিল রাম রহিমের বিরুদ্ধে।
বাগপত: ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমীত রাম রহিমের ২০ বছরের সাজার মেয়াদ এখনও শেষ হয়নি। একাধিক শিষ্যাকে ধর্ষণ, এবং এক সহকর্মীকে খুনে অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০ বছর জেলের সাজা দেওয়া হয় রাম রহিমকে। তার পর হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া জেলে ছিলেন তিনি। সম্প্রতি ৪০ দিনের প্যারোলে জেল থেকে বেরিয়েছেন স্বঘোষিত এই ধর্মগুরু। জেল থেকে বেরিয়ে শনিবার উত্তর প্রদেশের বাগপতে নিজের বানওয়ারা আশ্রমে যান। সেখানে কেক কেটেছেন রাম রহিম। বিশালাকার একটি কেক তিনি কেটেছেন ছুরি নয়, তরোয়াল দিয়ে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। তার পর বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে। যদি দেশের আর্মস অ্যাক্টে এই ভাবে অস্ত্র প্রদর্শন (তরোয়াল দিয়ে কেক কাটা) দন্ডনীয় অপরাধ।
জানা গিয়েছে, প্রাক্তন ডেরা প্রধান শাগ সতনম সিংয়ের জন্মবার্ষিকী পালনের জন্য বাগপতের ওই আশ্রমে গিয়েছিলেন রাম রহিম। সেখানেই তিনি তরোয়াল দিয়ে কেক কেটেছেন। বিশালাকার সেই কেক কাটতে কাটতে রাম রহিমকে বলতে শোনা যাচ্ছে, “পাঁচ বছর পর এই সুযোগ এল। আমার উচিত পাঁচটি কেক কাটা।”
Ram Rahim, convicted of rape and murder, cut the cake with a sword Dera Sacha chief, who came out on parole for 40 days, did video conferencing. pic.twitter.com/H0RUiZmHQ7
— Report1BharatEnglish (@Report1BharatEn) January 23, 2023
এ সবের পাশাপাশি সোমবার হরিয়ানায় বেশ কয়েকটি পরিচ্ছন্ন অভিযান শুরু করেছেন তাঁর ভক্তরা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাম রহিম। তিনি ছাড়়াও বিজেপি-র বেশ কয়েক জন নেতা এমনকি রাজ্যসভার এক সাংসদ উপস্থিত ছিলেন।
রাম রহিমকে গ্রেফতার করা নিয়ে এর আগে উত্তাল হয়েছিল হরিয়ানা। আশ্রমের মধ্যে শিষ্যাদের ধর্ষণ, পর্ন তৈরির মতো একাধিক অভিযোগ ছিল রাম রহিমের বিরুদ্ধে। আশ্রমের এক ম্যানেজারকে খুনেরেও অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অবশেষে বহু কাঠখড় পুড়িয়ে তাঁকে গ্রেফতার করতে সমর্থ হয় সিবিআই। ২০১৭ সালের অগস্টে সিবিআই-এর বিশেষ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। এর পর সাজার ঘোষণা হয়। সেই সাজায় এখন জেলবন্দি রাম রহিম। যদিও গত ১৪ মাসে চার বার প্যারোলে জেল থেকে বের হয়েছেন তিনি। এর মধ্যে গত তিন মাসেই ২ বার জেলের বাইরে এলেন তিনি।