Medical Negligence: একটু হলেই ভিতর থেকে ফুঁড়ে যেত যৌনাঙ্গ, ডাক্তারের ভুলে ১২ বছর ধরে পেটে রয়ে গেল কাঁচি!

Medical Negligence: ২০১২ সালে ওই মহিলার যখন অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার হয়েছিল,সেই সময় চিকিৎসকদের ভুলে তাঁর পেটের ভিতরেই রয়ে যায় সার্জিকাল কাঁচি। তারপর থেকেই পেটে যন্ত্রণা হত। কিন্তু হাজারো চিকিৎসকের কাছে গিয়েও কোনও সুরাহা হয়নি।

Medical Negligence: একটু হলেই ভিতর থেকে ফুঁড়ে যেত যৌনাঙ্গ, ডাক্তারের ভুলে ১২ বছর ধরে পেটে রয়ে গেল কাঁচি!
মহিলার এক্স-রে রিপোর্ট।Image Credit source: X
Follow Us:
| Updated on: Oct 20, 2024 | 8:36 AM

গ্যাংটক: পেটে অসহ্য যন্ত্রণা, ছুটে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। যাবতীয় পরীক্ষা করে চিকিৎসক অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের কথা বলেছিলেন। সেই কথা মতো অস্ত্রোপচারও করান। কিন্তু ব্যথা থেকে মুক্তি মিলল না। একের পর এক ডাক্তার-বদ্যি, সবাই ফেল। এভাবেই যন্ত্রণা নিয়ে ১২ বছর কাটানোর পর আসল রহস্য উদঘাটন হল। জানা গেল, ১২ বছর আগে অস্ত্রোপচারের সময় ওই মহিলার পেটে রয়ে গিয়েছিল সার্জিকাল কাঁচি। তার যন্ত্রণাই এতদিন ধরে ভুগছিলেন ওই মহিলা।

ঘটনাটি ঘটেছে সিকিমে। ২০১২ সালে ওই মহিলার যখন অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার হয়েছিল,সেই সময় চিকিৎসকদের ভুলে তাঁর পেটের ভিতরেই রয়ে যায় সার্জিকাল কাঁচি। তারপর থেকেই পেটে যন্ত্রণা হত। কিন্তু হাজারো চিকিৎসকের কাছে গিয়েও কোনও সুরাহা হয়নি। বিভিন্ন চিকিৎসক নানা ধরনের ওষুধ দিতেন, তাতে কয়েকদিন ব্যথা কমলেও, তা আবার ফিরে আসত। সম্প্রতিই চলতি মাসে এক চিকিৎসক এক্স-রে করিয়ে দেখেন যে পেটের ভিতরে কাঁচি!

ওই মহিলার স্বামী জানিয়েছেন, ২০১২ সালে গ্যাংটকের একটি বেসরকারি হাসপাতালে স্ত্রীর অস্ত্রোপচার হয়েছিল। তারপরও ব্যথা থেকে মুক্তি মেলেনি। দীর্ঘ ১২ বছর ধরে বহু চিকিৎসক দেখিয়েছিলেন। গত ৮ অক্টোবর ফের ওই হাসপাতালে গেলেই, এক চিকিৎসক এক্স-রে করতে দেন। তখনই ধরা পড়ে যে পেটে কাঁচি রয়ে গিয়েছে।

এরপর সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করে পেট থেকে কাঁচি বের করা হয়। বর্তমানে ওই মহিলার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে ১২ বছর আগে চিকিৎসকের এমন গাফিলতিতে চরম ক্ষোভ ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।