Drugs Recovery:কুর্তার বোতাম দেখে সন্দেহ, তল্লাশি চালাতেই যা মিলল, তাতে চক্ষু চড়কগাছ আধিকারিকদের
Drugs Hidden: যখন তাঁর ব্যাগ স্ক্যান করা হচ্ছিল, সেই সময়ই নিরাপত্তারক্ষীরা দেখতে পান ব্য়াগে ভরা একটি জামায় অতিরিক্ত পরিমাণের বোতাম লাগানো। ওই ব্যক্তি জানান, এটা নাকি ডিজাইনার জামা। কিন্তু জামায় এত সংখ্যক বোতাম থাকায় এবং তা এত গায়ে গায়ে বসানো থাকায় ভাল করে তল্লাশি চালানো হয়।
মুম্বই: সদ্য বর্ষবরণ হয়েছে। সর্বত্র তাই কড়া নিরাপত্তা। কিন্তু পাচারকারীরা(Smugglers)-ও কি থেমে থাকার পাত্র? গোয়েন্দা, নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়েই তারা জারি রেখেছে চোরাচালান। তবে কাঁচা খিলাড়ি নন নিরাপত্তারক্ষীরাও। শুক্রবার এমনই দুই পাচারকারী ধরা পড়ল মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে (Mumbai International Airport)। দুইজনের কাছ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ হিরোইন ও কোকেন মাদক, আন্তর্জাতিক বাজারে যার মূল্য ৪৭ কোটি টাকা। এই অভিযানটি চালিয়েছে মুম্বই বিমানবন্দরের আবগারি বিভাগ (Customs Department)।
বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার মুম্বই বিমানবন্দরের কাস্টমস জ়োনাল ইউনিট। একই দিনে দুটি পৃথক অভিযানে মোট ৪৭ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়। এক ব্যক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ৪.৪৭ কিলোগ্রামের হিরোইন, যার বাজারমূল্য ৩১.২৯ কোটি টাকা। অপর এক ব্য়ক্তির কাছ থেকে উদ্ধার হয় ১.৫৯ কেজি কোকেন, এর বাজারমূল্য ১৫.৯৬ কোটি টাকা।
বিমানবন্দরের আবগারি দফতরের আধিকারিক সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনায় দক্ষিণ আফ্রিকা থেকে কেনিয়ার নাইরোবি হয়ে মুম্বইয়ে আসা এক যাত্রীকে আটক করা হয় তার সন্দেহজনক আচরণ দেখে। ব্যাগে আপাতদৃষ্টিতে কিছু পাওয়া না গেলেও অস্বাভাবিক রকমের ভারী ছিল তাঁর একটি নথিপত্রের ব্যাগ। ওই ব্যাগ পরীক্ষা করে দেখার জন্য দিতে অস্বীকার করলে সন্দেহ আরও বাড়ে। এরপরে ব্য়াগের ডকুমেন্ট ফোল্ডারগুলির ভিতর থেকে ১২টি প্য়াকেট উদ্ধার করা হয়, যার ভিতরে মাদক ভরা ছিল।
অপর ঘটনাটিতে অভিযুক্ত ইথিওপিয়ান এয়ারলাইনের বিমানে করে মুম্বইয়ে আসেন। সেখানে যখন তাঁর ব্যাগ স্ক্যান করা হচ্ছিল, সেই সময়ই নিরাপত্তারক্ষীরা দেখতে পান ব্য়াগে ভরা একটি জামায় অতিরিক্ত পরিমাণের বোতাম লাগানো। ওই ব্যক্তি জানান, এটা নাকি ডিজাইনার জামা। কিন্তু জামায় এত সংখ্যক বোতাম থাকায় এবং তা এত গায়ে গায়ে বসানো থাকায় ভাল করে তল্লাশি চালানো হয়। বোতামগুলির ভিতর থেকে উদ্ধার করা হয় কোকেন। সঙ্গে থাকা মহিলাদের ব্যাগের ভিতর থেকেও মাদক উদ্ধার করা হয়। কুর্তার বোতাম ও ব্য়াগ মিলিয়ে মোট ১.৫৯ কেজি কোকেন উদ্ধার করা হয়।