Duologue NXT: দর্শকদের মন জয়ে প্রস্তুত ‘ডুয়োলগ NXT’, প্রথম এপিসোডে থাকছেন বিশ্বখ্যাত অভিনেত্রী রোনা-লি শিমন
The debut episode of Duologue NXT: 'ডুয়োলগ উইথ বরুণ দাস'-র তিনটি সিজন অসাধারণ সাফল্য পেয়েছিল। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র সঙ্গে আলাপচারিতায় বিখ্যাত অতিথিরা তাঁদের মনের আগল খুলেছিলেন। দর্শকদের মন জয় করেছিল 'ডুয়োলগ উইথ বরুণ দাস'। এবার ওই অনুষ্ঠানের নতুন অধ্যায় 'ডুয়োলগ NXT'। আর প্রথম এপিসোডেই থাকছেন বিশ্বখ্যাত অভিনেত্রী রোনা-লি শিমন।

নয়ডা: তাঁর অনন্য উপস্থাপনা। বুদ্ধিদীপ্ত প্রশ্ন। অতিথিদের সঙ্গে খোলামেলা আলোচনা। দর্শকমনে জায়গা করে নিয়েছিল টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’। দেশ-বিদেশের খ্যাতনামাদের দেখা গিয়েছে তাঁর এই অনুষ্ঠানে। এবার নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও। নাম ‘ডুয়োলগ NXT’। এই অনুষ্ঠানের সূচনা হচ্ছে আজ (২২ সেপ্টেম্বর)। আর ‘ডুয়োলগ NXT’-র প্রথম এপিসোডে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের সঙ্গে থাকছেন আন্তর্জাতিক অভিনেত্রী রোনা-লি শিমন। ‘ফওদা’ সিরিজে ‘নুরিনা’-র চরিত্রে অভিনয়ের জন্য যিনি বিখ্যাত।
‘ডুয়োলগ উইথ বরুণ দাস’-র তিনটি সিজন অসাধারণ সাফল্য পেয়েছিল। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র সঙ্গে আলাপচারিতায় বিখ্যাত অতিথিরা তাঁদের মনের আগল খুলেছিলেন। দর্শকদের মন জয় করেছিল ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’। এবার ওই অনুষ্ঠানের নতুন অধ্যায় ‘ডুয়োলগ NXT’। আর প্রথম এপিসোডেই থাকছেন বিশ্বখ্যাত অভিনেত্রী রোনা-লি শিমন। ‘সো উই থিঙ্ক ইউ ক্যান ড্যান্স’-এ পঞ্চম স্থান থেকে ছিটকে যাওয়া থেকে অভিনেত্রী হয়ে ওঠার লড়াইয়ের কথা শোনাবেন তিনি। কীভাবে ব্যালে ড্যান্সার থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা হয়ে ওঠলেন, সেকথা বলবেন এই অনুষ্ঠানে। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-কে তিনি বলেন, “আপনাকে জানতে হবে আপনি কোন জিনিসটা এমনভাবে চান, যার জন্য আপনার চোখে ঘুমও আসবে না।”
নেতৃত্বের গুণ নিয়ে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস বলেন, “জীবনে কোনও সঠিক সিদ্ধান্ত হয় না। আপনি একটা সিদ্ধান্ত নিন এবং তাঁকে সঠিক করুন। ব্যর্থতা কখনই বিকল্প নয়। ফল যাই হোক, আপনি যদি তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান, তাহলে কোনও কিছুই নষ্ট হয় না।”
রোনা-লি শিমনের সঙ্গে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র ‘ডুয়োলগ NXT’-র এই পুরো এপিসোডটি আজ (২২ সেপ্টেম্বর) শুধুমাত্র নিউজ৯-এ রাত সাড়ে দশটায় দেখুন। ইউটিউব চ্যানেল @Duologuewithbarundas এবং নিউজ৯ প্লাস অ্যাপে দেখতে পাবেন। এই এপিসোড নিশ্চিতভাবে দর্শকদের অনুপ্রাণিত করবে।
