ভিডিয়ো: হাট্টি মা টিমটিম, ওরা ছুড়ে মারে ডিম! এবার কংগ্রেস

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 26, 2021 | 8:05 PM

Egg Attack: হঠাৎ করে ওড়িশার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ডিম। এর সূত্রপাত হয় শাসক দল বিজেডির হাত ধরেই।

ভিডিয়ো: হাট্টি মা টিমটিম, ওরা ছুড়ে মারে ডিম! এবার কংগ্রেস
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

ভুবনেশ্বর: এক অদ্ভূত সমাপতনের সাক্ষী রইল ওড়িশা। অপ্রত্যাশিতভাবে ওড়িশার শাসক দল বিজু জনতা দলের (Biju Janata Dal) নেতাদের দিকে ‘ডিম আক্রমণ’-এর (Egg Attack) মুখে পড়তে হল। আর সেই হামলা নেপথ্যে যৌথভাবে রয়েছে কংগ্রেস ও বিজেপি।এই খবর শুনে অবাক হওয়ার মত যথেষ্ট কারণ থাকলেও বাস্তব এটাই। রাজ্যের শাসক দল বিজেডির বিরুদ্ধে লড়াইয়ে ডিম আক্রমণের পথই বেছে নিল যুযুধান কংগ্রেস -বিজেপি (Congress – BJP)।

বুধবার, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীণ পট্টনায়েকের (Naveen Patnaik) কনভয়ে ডিম ছুঁড়েছিলেন বিজেপি কর্মীরা। এবার কংগ্রেস কর্মী সমর্থকরা বিজেডি সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়লেন। বিজেডি বৃহস্পতিবার একই কায়দায় সাংসদ অপরাজিতা সারঙ্গীর (Aparajita Sarangi) গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম। বনমালিপুরে. কর্মসংস্থানের দাবিতে সাংসদকে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাঁর গাড়ির দিকে ডিম ছোঁড়েন কংগ্রেস কর্মীরা। ভুবনেশ্বরের সাংসদের প্রতিনিধি ধনেশ্বর বারিকের অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর অভিযোগ ছিল, সাংসদের গাড়ি লক্ষ্য করে পাথর ও ছোঁড়া হয়েছে। সাংসদের প্রতিনিধি পুলিশকে জানিয়েছেন, আক্রমণকারীদের কাছে ছুরি ও অন্যান্য অস্ত্রশস্ত্রও ছিল।

দেখে নিন ঘটনার ভিডিয়ো..

হঠাৎ করে ওড়িশার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ডিম। এর সূত্রপাত হয় শাসক দল বিজেডির হাত ধরেই। রবিবার, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দাপাড়াতে কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডুর (Union Minister Bishweswar Tudu) কনভয় লক্ষ্য করে ডিম ছোড়েন, বিজু ছাত্র জনতা দল।

সম্প্রতি বালাসোর রেলওয়ে স্টেশনের নতুন ভবন নির্মাণের শিল্যানাস অনুষ্ঠানে তরজায় জড়ায় বিজেপি ও বিডেডি। এই প্রকল্প কৃতিত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। বিজেপি সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে স্লোগান দেন, অন্যদিকে বিজেডি সমর্থকরা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নামে স্লোগান দেন।

আরও পড়ুন Ashok Gehlot attacks center: ‘গণতন্ত্রে ঔদ্ধত্যের কোনও জায়গা নেই’ কৃষক বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় কটাক্ষ রাজস্থানের মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন Mukul Sangma on Congress: ‘গা ছাড়া ভাবই কংগ্রেসের পরাজয়ের প্রধান কারণ’, মমতার হাত ধরেই আক্রমণ মুকুলের

Next Article