Eknath Shinde: ‘অজিত পওয়ার যদি কয়েকজন বিধায়ক নিয়ে বিজেপির সঙ্গে হাত মেলান…’, সতর্কবার্তা শিন্ডে শিবিরের

Eknath Shinde's Shiv Sena warns, If Ajit Pawar Joins BJP With Group Of MLAs, they will leave Maharashtra Govt

Eknath Shinde: 'অজিত পওয়ার যদি কয়েকজন বিধায়ক নিয়ে বিজেপির সঙ্গে হাত মেলান...', সতর্কবার্তা শিন্ডে শিবিরের
অজিত পওয়ার একা এলে আপত্তি নেই শিন্ডে শিবিরের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 6:21 PM

মুম্বই: একাংশের দলীয় বিধায়কদের নিয়ে যদি বিজেপির সঙ্গে হাত মেলান এনসিপি নেতা অজিত পওয়ার, তাহলে মহারাষ্ট্রের ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাবে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা। অজিত পওয়ারের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার মধ্য়েই, বুধবার (১৯ এপ্রিল) এই সতর্কবার্তা দিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় শিরসত। কারণ, রাজ্যের মানুষ তা পছন্দ করবে না। সঞ্জয় শিরসত বলেন, “এই বিষয়ে আমাদের নীতি খুব পরিষ্কার। এনসিপি একটি বিশ্বাসঘাতক দল। ক্ষমতায় থাকলেও আমরা এনসিপির সঙ্গে হাত মেলাব না। যদি এনসিপিকে সঙ্গে নেয় বিজেপি, মহারাষ্ট্রের মানুষ তা পছন্দ করবে না। কংগ্রেস এবং এনসিপির সঙ্গে আমাদের হাত মেলানো মানুষ পছন্দ করেননি বলেই আমরা দল ভেঙে বেরিয়ে এসেছি।”

তবে, এনসিপির পক্ষে দল হিসেবে সরাসরি বিজেপির সঙ্গে হাত মেলানো সম্ভব নয় বলেই মনে করেন সঞ্জয় শিরসত। তিনি জানিয়েছেন, এনসিপি ছেড়ে অজিত পওয়ার যদি বিজেপিতে যোগ দেন, তাহলে তাঁকে স্বাগত জানানো হবে। তিনি বলেছেন, “আমরা কংগ্রেস-এনসিপি ছেড়ে এসেছিলাম কারণ আমরা ওদের সঙ্গে থাকতে চাইনি। অজিত পাওয়ারে সেখানে বিশেষ ক্ষমতা নেই। তাই, তিনি যদি এনসিপি ছেড়ে আসেন, আমরা তাঁকে স্বাগত জানাব। কিন্তু, তিনি যদি এনসিপির একগুচ্ছ নেতাকে সঙ্গে নিয়ে আসেন, আমরা সরকারে থাকব না।”

শিবসেনা মুখপাত্রের দাবি, নির্বাচনে অজিত পওয়ারের ছেলে পার্থ পওয়ার পরাজিত হওয়াতেই এনসিপি শীর্ষ নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মাভাল লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন অজিত পওয়ারের ছেলে পার্থ পওয়ার। সঞ্জয় শিরসত বলেছেন, “অজিত পওয়ারে সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, এটা নতুন কিছু নয়। কিন্তু, সংবাদমাধ্যমের সামনে দলীয় নেতৃত্বের প্রতি তিনি যে অসন্তোষ প্রকাশ করেছেন, তার কারণ তাঁর ছেলে পার্থ পওয়ারের নির্বাচনে হার।”

একইসঙ্গে মহা বিকাশ আগাড়ি জোটেও প্রাপ্য সম্মান পাচ্ছেন না অজিত পওয়ার, এমন দাবিও করেছেন শিবসেনা মুখপাত্র। গত কয়েকদিনে মহারাষ্টের বিভিন্ন জায়গায় যৌথ সভা করেছে মহা বিকাশ আগাড়িজোটের তিন দল। প্রতিটি সভাতেই জোটের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে উদ্ধব ঠাকরেকে। অজিত পওয়ারকে বড় নেতা বলে উল্লেখ করে শিবসেনা মুখপাত্র দাবি করেছেন, তাঁর মনে কী চলছে তা বলা সহজ নয়। তিনি বলেছেন, “এমভিএ-র সভায় কোথায় অজিত পওয়ার, আমাদের খুঁজে বের করতে হচ্ছে। নাগপুরের সভায় তিনি বক্তব্য রাখতে পারেননি। মাত্র ১৫ জন বিধায়কের (একনাথ শিন্ডের বিদ্রোহের পর এখন উদ্ধব ঠাকরের সঙ্গে ১৫ জন বিধায়কই রয়েছেন) দলের নেতা হলেন মূল বক্তা। আর ৫৪ বিধায়কের দলের নেতাকে কোনঠাসা করে রাখা হয়েছে। এটা অজিত পওয়ারের অসম্মান।”

গত কয়েকদিন ধরেই ফের মহারাষ্ট্র রাজনীতিতে দল বদলের হাওয়া উঠেছে। শোনা যাচ্ছিল অজিত পওয়ার ফের একবার দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে হাত মেলাতে পারেন। তাঁর সঙ্গে অন্তত ৪০ জন এনসিপি বিধায়কও আছেন বলে গুঞ্জন রয়েছে। তবে, মঙ্গলবারই এই জল্পনায় জল ঢেলে অজিত পওয়ার জানিয়েছেন, তিনি ‘এনসিপিতেই আছেন, এনসিপিতেই থাকবেন’। তবে একই দিনে ঝড় তুলেছে তাঁর তুতো বোন তথা এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের একটি মন্তব্য। তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে রাজনৈতিক জগতে দুটি বিস্ফোরণ ঘটবে। একটি দিল্লিতে, অপরটি মহারাষ্ট্রে। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।