Aryan Khan Drug Case: শাহরুখের থেকে ২৫ কোটি হাতাতেই আরিয়ানকে গ্রেফতার? ইডির র‌্যাডারে সমীর ওয়াংখেড়ে

Sameer Wangkhede: শনিবার ইডির তরফে জানানো হয়, আরিয়ান খানের মাদক মামলায় শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়া এবং আয় বহির্ভূত সম্পত্তির জন্য প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের মামলা দায়ের করা হয়েছে। শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে সমীর ওয়াংখেড়েকে।

Aryan Khan Drug Case: শাহরুখের থেকে ২৫ কোটি হাতাতেই আরিয়ানকে গ্রেফতার? ইডির র‌্যাডারে সমীর ওয়াংখেড়ে
মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল আরিয়ান খানকে?Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Feb 11, 2024 | 8:28 AM

মুম্বই: গ্রেফতার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ২০২১ সালের শেষভাগে চাঞ্চল্য় ছড়িয়েছিল এই খবর। বলিউডের সুপারস্টারের ছেলের বিরুদ্ধে প্রমোদতরীতে মাদক সেবন ও মাদক রাখার অভিযোগ উঠেছিল। আরিয়ানকে গ্রেফতার করেছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তৎকালীন জ়োনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে যদিও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হয় আরিয়ানকে। সেই সময়ই প্রশ্ন ওঠে সমীর ওয়াংখেড়েকে নিয়ে। অভিযোগ ওঠে, শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সমীর। এবার প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের মামলা দায়ের করল ইডি।

শনিবার ইডির তরফে জানানো হয়, আরিয়ান খানের মাদক মামলায় শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়া এবং আয় বহির্ভূত সম্পত্তির জন্য প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের মামলা দায়ের করা হয়েছে। শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে সমীর ওয়াংখেড়েকে।

এদিকে, ইডি তদন্ত শুরু করছে, এই কথা জানতে পেরে ইতিমধ্যেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সমীর ওয়াংখেড়ে। গ্রেফতারি থেকে রক্ষা পাওয়ার জন্য আবেদন করেছেন তিনি। প্রসঙ্গত, ইতিমধ্যেই সিবিআই-ও সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত করেছে এবং চার্জশিট জমা করেছে। অন্যদিকে, আদালত থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতারি থেকে সুরক্ষা পেয়েছেন সমীর ওয়াংখেড়ে।

কী অভিযোগ সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে?

২০২১ সালের ৩ অক্টোবর প্রমোদতরী কর্ডেলিয়া থেকে আটক করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। অভিযোগ ওঠে, আরিয়ান ও তাঁর বন্ধু আরবাজ মার্চেন্টের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয় আরিয়ান সহ ৬ জনকে। তবে তদন্ত যত এগোয়, মামলা ততই মোড় নেয়। পাল্টা অভিযোগের আঙুল ওঠে তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। রাতারাতি হিরো হয়ে ওঠা অফিসার নাকি মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন আরিয়ানকে। জেল থেকে মুক্তি দেওয়ার জন্য শাহরুখ খানের থেকে ২৫ কোটি টাকা ঘুষ চান। শেষে ১৮ কোটি টাকায় রফা হয়।  যদিও আর্থিক লেনদেনের আগেই গোটা ঘটনাটি ফাঁস হয়ে যায়। সিবিআই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে।