Arvind Kejriwal: কেজরীবালকে চতুর্থ সমন ইডির, এড়ালেই কি গ্রেফতারি?
Delhi Liquor Scam: অরবিন্দ কেজরীবালকে জিজ্ঞাসাবাদের জন্য আবার সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ১৮ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই নিয়ে চতুর্থবার কেজরীবালকে সমন পাঠাল ইডি।
নয়া দিল্লি: ফের তলব। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)-কে জিজ্ঞাসাবাদের জন্য আবার সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আগামী ১৮ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। দিল্লির আবগারি নীতি দুর্নীতি (Delhi Excise Policy) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই নিয়ে চতুর্থবার কেজরীবালকে সমন পাঠাল ইডি।
আবগারি নীতি দুর্নীতি নিয়ে বিপাকে পড়েছে আম আদমি পার্টি। ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও সঞ্জয় সিং। অন্য একটি দুর্নীতি মামলায় জেলে রয়েছেন সত্যেন্দ্র জৈনও। এরপরই আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বারংবার তলব করা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে।
এর আগে গত ৩ জানুয়ারিও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। কিন্তু ওই সমন বেআইনি বলে দাবি করে আপ। হাজিরা এড়িয়ে যান কেজরীবাল। তার আগে গত ২ নভেম্বর ও ২১ ডিসেম্বরও ইডি যে সমন পাঠিয়েছিল, তা এড়িয়ে গিয়েছিলেন আপ সুপ্রিমো। তবে গত বছরের এপ্রিল মাসে এই মামলাতেই কেজরীবালকে তলব করেছিল সিবিআই, সেই সময়ে হাজিরা দিয়েছিলেন তিনি।
গতবারের সমন এড়ানোর পরই জল্পনা শুরু হয়েছিল যে গ্রেফতার হতে পারেন কেজরীবাল। শোনা গিয়েছিল, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে যেতে পারে ইডি। তাঁর বিরুদ্ধে অজামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।