Md Azharuddin: প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনকে তলব ইডির, নাম জড়াল বড় দুর্নীতিতে

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 03, 2024 | 12:54 PM

Money Laundering Case: ক্রিকেটার তথা রাজনীতিবিদ মহম্মদ আজহারউদ্দিনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপের অভিযোগ তাঁর বিরুদ্ধে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক তছরুপের মামলাতেই আজহারউদ্দিনকে তলব করা হয়েছে বলে খবর। 

Md Azharuddin: প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনকে তলব ইডির, নাম জড়াল বড় দুর্নীতিতে
মহম্মদ আজহারউদ্দিন।
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: এবার ইডির নজরে আজহারউদ্দিন। ক্রিকেটার তথা রাজনীতিবিদ মহম্মদ আজহারউদ্দিনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপের অভিযোগ তাঁর বিরুদ্ধে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক তছরুপের মামলাতেই আজহারউদ্দিনকে তলব করা হয়েছে বলে খবর।

ইডি সূত্রে খবর, আজ, বৃহস্পতিবারই ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনকে। তবে আজহারউদ্দিন হাজিরার জন্য কিছু সময় চেয়েছেন বলেই জানা গিয়েছে।

অভিযোগ, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যখন প্রেসিডেন্ট পদে ছিলেন আজহারউদ্দিন, সেই সময় ব্যাপক আর্থিক তছরুপ হয়েছিল। হায়দরাবাদের উপলে রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের জন্য ডিজেল জেনারেটর, অগ্নিনির্বাপণ যন্ত্র ও ক্যানোপি কেনার নামে কমপক্ষে ২০ কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছিল। এই দুর্নীতিতে আজহারউদ্দিন সরাসরি যুক্ত ছিলেন বলেই অভিযোগ।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, এই প্রথম প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতাকে সমন পাঠাল ইডি। আর্থিক লেনদেনে আজহারউদ্দিনের ভূমিকা কী ছিল, তাই-ই খতিয়ে দেখতে চায় ইডি। এর আগে, ২০২৩ সালে এই মামলার তদন্তে তেলঙ্গানার ৯ জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। ওই তল্লাশিতে বেশ কিছু নথি, ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা হয় ১০.৩৯ লক্ষ টাকা।

Next Article