Rahul Gandhi: ফের কি রাহুলের উপর কারাদণ্ডের খাঁড়া? লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR দায়ের

Jan 19, 2025 | 6:16 PM

Rahul Gandhi: মনজিৎ চেটিয়া নামে ওই অভিযোগকারী অভিযোগপত্রে লিখেছেন, বাক স্বাধীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার বক্তব্য জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক বলে তাঁর অভিযোগ।

Rahul Gandhi: ফের কি রাহুলের উপর কারাদণ্ডের খাঁড়া? লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR দায়ের
রাহুল গান্ধী

Follow Us

গুয়াহাটি: মোদী-পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ২ বছরের কারাদণ্ড হয়েছিল। এমনকি, খোয়াতে হয়েছিল সাংসদ পদও । শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পেয়েছিলেন। ফের কি বিপাকে পড়তে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী? ‘রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই’ মন্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল অসমের গুয়াহাটিতে।

রবিবার গুয়াহাটির পান বাজার থানায় রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ও ১৯৭(১)ডি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, একতা বিপন্ন হবে এমন কাজের বিরুদ্ধে এই ধারাগুলি দেওয়া হয়।

বুধবার নয়াদিল্লিতে কংগ্রেসের নতুন হেডকোয়ার্টার্সের উদ্বোধনী অনুষ্ঠানে রাহুল বলেছিলেন, “আপনারা মনে করবেন না যে আমরা ন্যায্য লড়াই লড়ছি। এখানে কোনও নিরপেক্ষতা নেই। যদি আপনি মনে করেন যে আমরা বিজেপি কিংবা আরএসএস নামে কোনও রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে লড়ছি, তাহলে আপনি বুঝতে পারবেন না কী হচ্ছে। আমাদের দেশের সব সংস্থাকে কব্জা করে নিয়েছে। এখন আমরা বিজেপি, আরএসএস এবং রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছি।”

এই খবরটিও পড়ুন

তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি। রাহুলকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার রাহুলের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। মনজিৎ চেটিয়া নামে ওই অভিযোগকারী অভিযোগপত্রে লিখেছেন, বাক স্বাধীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার বক্তব্য জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক বলে তাঁর অভিযোগ। একের পর এক নির্বাচনে পরাজয়ের ফলে ‘হতাশা’ থেকে রাহুল এমন মন্তব্য করেছেন বলে তাঁর অভিযোগ। তাঁর বক্তব্য, গণতান্ত্রিকভাবে মানুষের আস্থা অর্জন করতে পারছেন না। তাই কেন্দ্রীয় সরকার ও দেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন। এই অভিযোগের জল এখন কতদূর গড়ায়, সেটাই দেখার।

 

Next Article