AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Election Opinion Poll: নীতীশ-মোদী নাকি রাহুল-তেজস্বী, বিহারের ভোটের দাগ কাটবে কোন জুটি?

Bihar Election News: সোমবার আইএএনএস-ম্যাট্রিজের তরফেই বিহারের একটি সম্ভাব্য ভবিষ্যৎ অনুমান করা হয়েছে। প্রকাশিত হয়েছে নির্বাচনী আবহের প্রথম জনমত সমীক্ষা। কিন্তু তাতে এগিয়ে কে? কেই বা পিছিয়ে? কে দাগ কাটলেন? কে এবারেও ফসকে গেলেন?

Bihar Election Opinion Poll: নীতীশ-মোদী নাকি রাহুল-তেজস্বী, বিহারের ভোটের দাগ কাটবে কোন জুটি?
দাগ কাটবে কোন জুটি?Image Credit: PTI
| Updated on: Oct 07, 2025 | 12:24 PM
Share

নয়াদিল্লি: বিহারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই প্রকাশিত প্রথম জনমত সমীক্ষা। আসন্ন নির্বাচনে শেষবারের জন্য ভোটের ময়দানে নামবেন জেডিইউ নেতা নীতীশ কুমার। গত কয়েক বছর ধরেই সেই ইঙ্গিতে দিয়েছিলেন তিনি। কিন্তু এই সম্ভাব্য শেষবারের লড়াইয়ে আলাদা করে কি কোনও দাগ কেটে রেখে যেতে পারবেন নীতীশ?

সোমবার বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আগামী নভেম্বর মাসে দু’দফায় পড়শি রাজ্যে আয়োজিত হতে চলেছে ভোটগ্রহণ পর্ব। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফার ভোট হবে ১১ নভেম্বর। ফলপ্রকাশ ঠিক তিন দিনের মাথায় ১৪ নভেম্বর। অর্থাৎ বিহারের জনসাধারণ ও রাজনৈতিক দল উভয় পক্ষের হাতেই মগজাস্ত্রের অঙ্ক কষার সময় আর নেই বললেই চলে।

কোন পথে বিহার?

সোমবার আইএএনএস-ম্যাট্রিজের তরফেই বিহারের একটি সম্ভাব্য ভবিষ্যৎ অনুমান করা হয়েছে। প্রকাশিত হয়েছে নির্বাচনী আবহের প্রথম জনমত সমীক্ষা। কিন্তু তাতে এগিয়ে কে? কেই বা পিছিয়ে? কে দাগ কাটলেন? কে এবারেও ফসকে গেলেন?

বিহার বিধানসভা নির্বাচন জনমত সমীক্ষা ২০২৫- শীর্ষকের ওই রিপোর্টে বলা হয়েছে, সম্ভাব্য শেষবারের নির্বাচনের দাগ কাটতে চলেছেন নীতীশই। বিজেপিকে সঙ্গে নিয়ে বিহারে আবার সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে তারা। আইএএনএস-ম্যাট্রিজের সমীক্ষায় তুলে ধরা পরিসংখ্য়ান অনুযায়ী, আসন্ন বিধানসভা নির্বাচনে নীতীশ-মোদীর জুটি কমপক্ষে ৪৯ শতাংশ ভোট টানবে বলেই মনে করা হচ্ছে। এনডিএ-র পর স্বাভাবিক ভাবেই প্রধান বিরোধী হিসাবে নাম রয়েছে ‘মহাগঠবন্ধন’-র। সমীক্ষকদের অনুমান, রাহুল-তেজস্বীর যুব জুটি পাবে ৩৯ শতাংশ ভোট। অন্য়ান্য সব দলগুলি পেতে পারে মোট ভোটের ১৫ শতাংশ।