Duologue NXT: আজ ডুয়োলগ NXT-এ টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র মুখোমুখি অভিনেত্রী ঋদ্ধি ডোগরা
Duologue NXT: অভিনেত্রী ঋদ্ধি ডোগরার সঙ্গে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র ‘ডুয়োলগ NXT’-র এই পুরো এপিসোডটি আজ (২৯ সেপ্টেম্বর) শুধুমাত্র নিউজ৯-এ রাত সাড়ে দশটায় দেখুন। ইউটিউব চ্যানেল @Duologuewithbarundas এবং নিউজ৯ প্লাস অ্যাপে দেখতে পাবেন। এই এপিসোড নিশ্চিতভাবে দর্শকদের অনুপ্রাণিত করবে।

নয়ডা: ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’-র পর ‘ডুয়োলগ NXT’। দর্শকদের মন জয় করে নিচ্ছে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের নতুন এই শো। এখনও পর্যন্ত যে এপিসোডগুলি দেখা গিয়েছে, তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দর্শকরা। এবার নতুন এপিসোড নিয়ে হাজির হচ্ছেন টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও। আজ (২৯ সেপ্টেম্বর) তাঁর সঙ্গে ‘ডুয়োলগ NXT’-তে থাকছেন অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। আজ এই এপিসোডে নিজের আত্মোপলব্ধি, যাত্রাপথের লড়াইয়ের কথা ভাগ করে নেবেন তিনি।
‘ডুয়োলগ উইথ বরুণ দাস’-র তিনটি সিজন অসাধারণ সাফল্য পেয়েছিল। এবার ওই অনুষ্ঠানের নতুন অধ্যায় ‘ডুয়োলগ NXT’। এই অনুষ্ঠানেই আজ নিজের জীবনের যাত্রার কথা তুলে ধরছেন অভিনেত্রী। কর্পোরেট টেলিভিশন ও বিজ্ঞাপন জগতে তাঁর প্রথম কাজের দিনগুলির কথা স্মরণ করে ঋদ্ধি ডোগরা বলেন, “আমার নিয়তি চেয়েছিল আমি একজন অভিনেত্রী হই। আমি শুধু জানতাম, আমি নিজের বস হতে চাই। অভিনয় করা আমার পরিকল্পনা ছিল না। অভিব্যক্তি প্রকাশ করতে চেয়েছিলাম।”
আর সেই অভিব্যক্তি প্রকাশ করতেই প্রথমে শিয়ামক দাভারের নাচের দলে যোগ দেন। তারপর অভিনয়ের মাধ্যমে। অভিনয়কে স্বাধীনতার একটি রূপ হিসেবে দেখেন তিনি। বলেন, “নাচ হোক বা অভিনয়, কিছুই আমাকে নাড়া দিতে পারে না। এটি একই ধরনের স্বাধীনতা, যখন আপনি আপনার নিজের জোনে থাকেন, তখন কিছুই আপনাকে স্পর্শ করতে পারে না।” ডুয়োলগ NXT-তে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের সঙ্গে এই আলাপচারিতায় তিনি যে উচ্ছ্বসিত, সেকথাও জানাতে ভুললেন না অভিনেত্রী।
টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস তাঁর যাত্রাপথে সবসময় সূক্ষ্ম পরিকল্পনা, উৎকর্ষতার লক্ষ্যে এগিয়ে গিয়েছেন। তাঁর কথায়, “আমি মনে করি, ব্যর্থতা কোনও বিকল্প নয়। করতেই হবে, এই ধারণায় বিশ্বাসী। কিন্তু, ঋদ্ধির কথা শুনে আমি বুঝতে পারছি, এর আরও একটি পথ রয়েছে। কোনও কিছুকে হতে দেওয়া এবং অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখা।”
ঋদ্ধি ডোগরার সঙ্গে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র ‘ডুয়োলগ NXT’-র এই পুরো এপিসোডটি আজ (২৯ সেপ্টেম্বর) শুধুমাত্র নিউজ৯-এ রাত সাড়ে দশটায় দেখুন। ইউটিউব চ্যানেল @Duologuewithbarundas এবং নিউজ৯ প্লাস অ্যাপে দেখতে পাবেন। এই এপিসোড নিশ্চিতভাবে দর্শকদের অনুপ্রাণিত করবে।
