Kumar Biswas ‘Y’ Category Security : কেজরীবালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ভয় নেই, কেন্দ্রের ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়ে অকপট কুমার

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 19, 2022 | 11:31 PM

Kumar Biswas : কেন্দ্রীয় সরকারের দেওয়া নিরাপত্তা ফিরিয়ে দিলেন প্রাক্তন আপ নেতা। তিনি শনিবার জানিয়েছেন যে, তিনি নিরাপত্তার জন্য আবেদনও করেননি এবং তিনি এই নিরাপত্তা চান না।

Kumar Biswas Y Category Security : কেজরীবালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ভয় নেই, কেন্দ্রের Y ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়ে অকপট কুমার
ছবি সৌজন্যে : ANI

Follow Us

নয়া দিল্লি : কেন্দ্রের তরফে শুক্রবারই প্রাক্তন আম আদমি পার্টি (AAP) নেতা কুমার বিশ্বাসকে ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। সম্প্রতি এই প্রাক্তন আপ নেতা আপ প্রধান তথা দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবাল সম্বন্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে, অরবিন্দ কেজরীবাল পঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য পঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী দলের সমর্থন নিতেও প্রস্তুত। কিন্তু এইবার এই নিরাপত্তার সুবিধা নিয়ে বেঁকে বসলেন কুমার বিশ্বাস। কেন্দ্রীয় সরকারের দেওয়া নিরাপত্তা ফিরিয়ে দিলেন প্রাক্তন আপ নেতা। তিনি শনিবার জানিয়েছেন যে, তিনি নিরাপত্তার জন্য আবেদনও করেননি এবং তিনি এই নিরাপত্তা চান না।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে, প্রাক্তন আপ নেতা বলেছেন, “আমি Y ক্যাটাগরির নিরাপত্তা চাইনি বা চাইও না। আমি নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনও বার্তা পাইনি। সংস্থা এবং সরকারের দায়িত্ব হল দেশের নাগরিকদের সুরক্ষার কথা চিন্তা করা… আমার সঙ্গে তাঁর (কেজরীবাল) কোনও কথা হয় না।” অরবিন্দ কেজরীবালের সম্পর্কে বিস্ফোরক দাবি করার পরই তাঁর নিরাপত্তার দিক খতিয়ে দেখা হয়। তারপরই এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রাক্তন আপ নেতা কুমার বিশ্বাস এবং আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন। কুমার বিশ্বাস সম্প্রতি দাবি করেছেন যে ২০১৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় দিল্লির মুখ্যমন্ত্রী পঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য পঞ্জাবের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন নিতে প্রস্তুত ছিলেন।

কুমার বিশ্বাস আজ বলেছেন, “অরবিন্দ কেজরীবাল একবারও বলতে প্রস্তুত নন যে তিনি খালিস্তানিদের বিরুদ্ধে লড়াই করবেন। তিনি বলবেন না যে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কারণ তিনি যদি তা করেন তবে যে শক্তিগুলি তাকে সমর্থন করেছে বা তাঁর উপর বিনিয়োগ করেছে তাঁর উপর ক্ষুব্ধ হবেন তারা। তিনি পঞ্জাবে যে হিন্দু-শিখ বিভাজন করার চেষ্টা করছেন। এই ঘটনায় আমি ক্ষুব্ধ হয়েছি। আপ যে প্রতিক্রিয়া জানিয়েছিল, তার এটাই প্রমাণ করে যে আমি যা বলেছি তা সত্যি।”

উল্লেখ্য, রাত পোহালেই নির্বাচন পঞ্জাবে। ১১৭ টি আসনে ভোট গ্রহণ হবে। ১০ মার্চ ভোট গণনার পর জানা যাবে এইবার মসনদে কে বসছে।

আরও পড়ুন : UP Assembly Elections 2022 : ‘অখিলেশের পাশে দাঁড়িয়ে সপার জন্য ভোট প্রচারে আমদাবাদ বিস্ফোরণের দোষীর আত্মীয়’, বোমা ফাটালেন যোগী

আরও পড়ুন : PK and Nitish Kumar Meeting : ‘বহুদিনের সম্পর্ক’, পুরোনো বন্ধু প্রশান্ত কিশোরের সঙ্গে নীতীশের ‘আচমকা’ সাক্ষাত ঘিরে জোর জল্পনা

Next Article